Ajker Patrika

পেট্রলে অগ্নিদগ্ধ তামান্নার মৃত্যু

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২২, ১১: ২০
পেট্রলে অগ্নিদগ্ধ তামান্নার মৃত্যু

সাতক্ষীরায় কপোতাক্ষ নদের পাড়ে স্বামীসহ তামান্না খাতুন নামে এক তরুণীকে পেট্রল দিয়ে আগুনে জ্বালিয়ে দেয় একদল দুর্বৃত্ত। এরপর থেকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তামান্না। গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ তামান্না খাতুন পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের শেখ আব্দুল হকের মেয়ে। গত ৫ মে সন্ধ্যায় বাড়ির পেছনে কপোতাক্ষ নদের পাড়ে স্বামীসহ ওই তরুণীকে পেট্রল দিয়ে আগুনে জ্বালিয়ে দেয় একদল দুর্বৃত্ত। তারপর থেকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এ ঘটনায় তরুণীর বাবা আব্দুল হক পাটকেলঘাটা থানায় মালয়েশিয়াপ্রবাসী সাবেক স্বামী সাদ্দাম হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার প্রধান অভিযুক্ত সাদ্দাম হোসেন কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, পেট্রলের আগুনে দগ্ধ মেয়েটি চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় মারা গেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কৃষ্ণপদ সমাদ্দার শেখ হাসিনা বার্ন ইউনিটে অবস্থান করছেন। ইতিমধ্যে মামলার প্রধান আসামি সাবেক স্বামী সাদ্দাম হোসেনকে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়েছে। তিনিও শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তরুণীর বর্তমান স্বামী ফরহাদ হোসেনও দগ্ধ অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ মামলায় অপর এক আসামি পাটকেলঘাটার বড় কাশিপুর গ্রামের শেখ আব্দুল আলালের ছেলে শেখ তুহিন হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত