ইবিতে ভর্তি পরীক্ষা: ‘এক ডিনের সম্মানী অন্য ডিনের পকেটে’

ইবি প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১৫: ৩৯
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৬: ২৯
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ভিজিল্যান্স টিমের দায়িত্ব পালনকারী এক ডিনের সম্মানী অন্য ডিনের পকেটে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন ড. মো. আব্দুস সামাদ বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে তিনি জানিয়েছেন, ২০২২ সালের ৩০ জুন থেকে ২০ আগস্ট পর্যন্ত ভর্তি পরীক্ষা চলাকালে তিনি ভিজিল্যান্স টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু তাঁর সেই সম্মানী এখনো তিনি পাননি।

অভিযোগে ড. সামাদ উল্লেখ করেন, ‘ভিজিল্যান্স টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করার জন্য নির্ধারিত সম্মানী আমি এখনো পাইনি। তাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করছি।’

অভিযোগ থেকে জানা গেছে, ২০২২ সালের ১৩ নভেম্বর জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে ড. আব্দুস সামাদের মেয়াদ শেষ হয় এবং পরবর্তী সময়ে ড. রেজওয়ানুল ইসলাম নতুন ডিন হিসেবে নিয়োগ পান। ২০২৩ সালের মার্চে গুচ্ছ ভর্তি পরীক্ষার ভিজিল্যান্স টিমের সদস্যদের সম্মানী বাবদ ৬৫ হাজার টাকার একটি চেক আসে, যা গ্রহণ করেন ড. রেজওয়ানুল ইসলাম, যিনি তখন দায়িত্বে ছিলেন।

তবে অর্থ বণ্টন উপকমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই সম্মানী টাকার প্রাপ্য ছিল সাবেক ডিন ড. সামাদ। কিন্তু সাবেক আরেক ডিন ড. রেজওয়ানুল ইসলাম ওই টাকা ফেরত দেননি। তাঁর মতে, ‘সাবেক ডিনের আমলে শুধু ভর্তি পরীক্ষা হয়েছিল। আমার সময়ে ভর্তিসংক্রান্ত অন্যান্য কাজও হয়েছিল। তাই আমি সম্মানীটি অর্ধেক ভাগ করে নিতে চেয়েছিলাম। কিন্তু উনি সেটা গ্রহণ করেননি।’

ড. রেজওয়ানুল ইসলাম আরও বলেন, ‘এ বিষয়ে প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নেব।’

এ বিষয়ে জানতে চাইলে ইবির অর্থ ও হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালক আনার পাশা আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে ভর্তি পরীক্ষা কমিটিতে আলোচনা হয়েছে। তবে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত