ইবি প্রতিনিধি
ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে চলাচলকারী নিউ গ্রিন এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজারের কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কর্মী শিমুল খান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। অভিযুক্ত শিমুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।
গতকাল রোববার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন নিউ গ্রিন এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজার নাজমুল হক।
ভুক্তভোগীর অভিযোগপত্রে বলা হয়, ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়ে গতকাল রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিমুল খানের নেতৃত্বে ৮-১০ জন লাঠি নিয়ে গাড়ির সামনে এসে গাড়ির গতিরোধ করেন। ড্রাইভার গাড়ি থামানো মাত্র লাঠি দিয়ে গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলেন। যার আনুমানিক মূল্য ৩৮ হাজার টাকা।
পরে তাঁরা গাড়িতে উঠে সুপারভাইজার, ড্রাইভার ও হেলপারকে এলোপাতাড়ি মারধর করেন। সঙ্গে থাকা গাড়ি ভাড়ার নগদ ৩১ হাজার ৮৪০ টাকা শিমুল খান জোরপূর্বক ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের কর্মী শিমুল খানের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কালকের ঘটনাস্থলেই আমি ছিলাম না। ছিনতাইয়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘শিমুল খান ছাত্রলীগের কর্মী। তবে এটা ম্যানেজমেন্ট বিভাগের ঝামেলা। ছাত্রলীগের কোনো ঘটনা নয়। যেহেতু প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছে, সেই ক্ষেত্রে প্রশাসন যেটা ভালো মনে করে সেটাই করবে।’
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘হোয়াটসঅ্যাপে অভিযোগটা পাঠিয়েছে। ওটা আমি দেখেছি। কিন্তু অভিযোগটা অফিশিয়াল আসতে হবে। আজকে তো অফিস বন্ধ। আগামীকাল যদি অফিশিয়াল আসে। তাহলে আমরা করণীয় নির্ধারণ করব।’
ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে চলাচলকারী নিউ গ্রিন এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজারের কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কর্মী শিমুল খান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। অভিযুক্ত শিমুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।
গতকাল রোববার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন নিউ গ্রিন এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজার নাজমুল হক।
ভুক্তভোগীর অভিযোগপত্রে বলা হয়, ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়ে গতকাল রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিমুল খানের নেতৃত্বে ৮-১০ জন লাঠি নিয়ে গাড়ির সামনে এসে গাড়ির গতিরোধ করেন। ড্রাইভার গাড়ি থামানো মাত্র লাঠি দিয়ে গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলেন। যার আনুমানিক মূল্য ৩৮ হাজার টাকা।
পরে তাঁরা গাড়িতে উঠে সুপারভাইজার, ড্রাইভার ও হেলপারকে এলোপাতাড়ি মারধর করেন। সঙ্গে থাকা গাড়ি ভাড়ার নগদ ৩১ হাজার ৮৪০ টাকা শিমুল খান জোরপূর্বক ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের কর্মী শিমুল খানের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কালকের ঘটনাস্থলেই আমি ছিলাম না। ছিনতাইয়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘শিমুল খান ছাত্রলীগের কর্মী। তবে এটা ম্যানেজমেন্ট বিভাগের ঝামেলা। ছাত্রলীগের কোনো ঘটনা নয়। যেহেতু প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছে, সেই ক্ষেত্রে প্রশাসন যেটা ভালো মনে করে সেটাই করবে।’
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘হোয়াটসঅ্যাপে অভিযোগটা পাঠিয়েছে। ওটা আমি দেখেছি। কিন্তু অভিযোগটা অফিশিয়াল আসতে হবে। আজকে তো অফিস বন্ধ। আগামীকাল যদি অফিশিয়াল আসে। তাহলে আমরা করণীয় নির্ধারণ করব।’
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
৭ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১৭ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৩৬ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে