যশোরে সাবেক হুইপসহ ১৬৪ নেতা-কর্মীর নামে মামলা

অভয়নগর (যশোর) প্রতিনিধি 
Thumbnail image
প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে সাবেক হুইপসহ আওয়ামী লীগের ১৬৪ জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে গত ৪ আগস্ট জনতা বন্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে।

গতকাল মঙ্গলবার মো. জোবায়ের হোসেন নামে উপজেলা বিএনপির এক নেতা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন–সাবেক হুইপ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আব্দুল ওহাব, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত প্রমুখ।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাদুল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলায় ১৬৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।’

মামলার এজাহারে বলা হয়েছে, মামলার বাদী মো. জোবায়ের হোসেনের তথ্যমতে, গত ৪ আগস্ট দুপুরে নওয়াপাড়া হাইওয়ে থানার পার্শ্বে নওয়াপাড়া ফেরিঘাট চত্বরে বেআইনিভাবে জনতা বন্ধে অগ্নিসংযোগ করে পথরোধ করে। এবং হত্যার উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ করা ও ভাঙচুরের মাধ্যমে ক্ষতিসাধন করে আসামিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত