সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে মাটির নিচ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে হাড়গোড় উদ্ধার করা হয়।
এ ঘটনা পর নাজমুল হোসেন শিমুল (৩৮) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে স্বজনেরা অভিযোগ করেছেন। শিমুল উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের রাশেদ গাজীর ছেলে।
কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, আজ বৃহস্পতিবার সকালে কয়েকজন শ্রমিক কাজ করতে যাওয়ার সময় বিষ্ণুপুর গ্রামের মনীষ দাসের পোলট্রি খামারের বিষ্ঠা ফেলার স্থানে মানুষের মাথার খুলি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে মাটির নিচ থেকে মানুষের মাথাসহ বিভিন্ন হাড়গোড় উদ্ধার করে। এ ছাড়া সেখান থেকে একটি প্লাস্টিকের বস্তার অংশবিশেষ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ‘বছর দেড় আগে তাঁকে হত্যার পর বস্তায় ভরে লাশ পুঁতে রেখে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’ ফরেনসিক পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।
উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের তসলিম হোসেন ছোট বলেন, তাঁর মেয়ের জামাই শিমুলকে থানার উপপরিদর্শক (এসআই) নকিব পান্নু জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। সে সাভার এলাকার এক ইটভাটার শ্রমিক।
কালিগঞ্জের মনোহরপুর গ্রামের জামাত আলী বলেন, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাঁর ছেলে ইসমাইল হোসেন (৩৪) বাড়ি থেকে বিষ্ণুপুর বাজারের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। তিনি ঢাকার সাভার এলাকার একটি ইটভাটায় সর্দার ছিল। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। উদ্ধারকৃত হাড়গোড় ইসমাইল হোসেনের বলে ধারণা করছেন তিনি।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ও থানার উপপরিদর্শক (এসআই) নকিব পান্নুর মোবাইল ফোনে যোগাযোগ করলে তাঁরা ফোন ধরেননি।
সাতক্ষীরার কালিগঞ্জে মাটির নিচ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে হাড়গোড় উদ্ধার করা হয়।
এ ঘটনা পর নাজমুল হোসেন শিমুল (৩৮) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে স্বজনেরা অভিযোগ করেছেন। শিমুল উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের রাশেদ গাজীর ছেলে।
কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, আজ বৃহস্পতিবার সকালে কয়েকজন শ্রমিক কাজ করতে যাওয়ার সময় বিষ্ণুপুর গ্রামের মনীষ দাসের পোলট্রি খামারের বিষ্ঠা ফেলার স্থানে মানুষের মাথার খুলি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে মাটির নিচ থেকে মানুষের মাথাসহ বিভিন্ন হাড়গোড় উদ্ধার করে। এ ছাড়া সেখান থেকে একটি প্লাস্টিকের বস্তার অংশবিশেষ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ‘বছর দেড় আগে তাঁকে হত্যার পর বস্তায় ভরে লাশ পুঁতে রেখে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’ ফরেনসিক পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।
উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের তসলিম হোসেন ছোট বলেন, তাঁর মেয়ের জামাই শিমুলকে থানার উপপরিদর্শক (এসআই) নকিব পান্নু জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। সে সাভার এলাকার এক ইটভাটার শ্রমিক।
কালিগঞ্জের মনোহরপুর গ্রামের জামাত আলী বলেন, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাঁর ছেলে ইসমাইল হোসেন (৩৪) বাড়ি থেকে বিষ্ণুপুর বাজারের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। তিনি ঢাকার সাভার এলাকার একটি ইটভাটায় সর্দার ছিল। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। উদ্ধারকৃত হাড়গোড় ইসমাইল হোসেনের বলে ধারণা করছেন তিনি।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ও থানার উপপরিদর্শক (এসআই) নকিব পান্নুর মোবাইল ফোনে যোগাযোগ করলে তাঁরা ফোন ধরেননি।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৪ ঘণ্টা আগে