যশোর প্রতিনিধি
যশোর শহরে লাঠিসোঁটা, বাঁশ ও কাঠ হাতে শোডাউন করেছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নেতা কর্মীরা এই মহড়া দেন। দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের গড়িখানায় জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের নেতৃত্ব মিছিল বের করা হয়।
এর আগে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা শোডাউন দেন। সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান ও লাঠিসোঁটা নিয়ে মহড়ার কারণে জনসাধারণের মাঝে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘লাঠি হাতে অবস্থানের বিষয়টি আমার জানা নেই।’
আজ শনিবার সকাল থেকে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে লাঠি হাতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। আজ বেলা ১১ টার দিকে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে মিছিল বের হয়।
মিছিলে সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে বাঁশের লাঠি ও হকিস্টিক হাতে নেতা কর্মীদের স্লোগান দিতে দেখা গেছে।
জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শোডাউন শেষ হয় দড়াটানা ভৈরব চত্বরে। জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের নেতৃত্বে মোটরসাইকেল বহর নিয়ে মিছিল বের হয়।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, ‘জামায়াত-বিএনপি যাতে কোনো নৈরাজ্য করতে না পারে সেজন্য লাঠি হাতে আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি। দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হবে। তবে এখন পর্যন্ত রাস্তায় কোনো জামায়াত-বিএনপির উপস্থিতি পাওয়া যায়নি।’
যশোর শহরে লাঠিসোঁটা, বাঁশ ও কাঠ হাতে শোডাউন করেছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নেতা কর্মীরা এই মহড়া দেন। দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের গড়িখানায় জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের নেতৃত্ব মিছিল বের করা হয়।
এর আগে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা শোডাউন দেন। সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান ও লাঠিসোঁটা নিয়ে মহড়ার কারণে জনসাধারণের মাঝে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘লাঠি হাতে অবস্থানের বিষয়টি আমার জানা নেই।’
আজ শনিবার সকাল থেকে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে লাঠি হাতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। আজ বেলা ১১ টার দিকে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে মিছিল বের হয়।
মিছিলে সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে বাঁশের লাঠি ও হকিস্টিক হাতে নেতা কর্মীদের স্লোগান দিতে দেখা গেছে।
জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শোডাউন শেষ হয় দড়াটানা ভৈরব চত্বরে। জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের নেতৃত্বে মোটরসাইকেল বহর নিয়ে মিছিল বের হয়।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, ‘জামায়াত-বিএনপি যাতে কোনো নৈরাজ্য করতে না পারে সেজন্য লাঠি হাতে আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি। দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হবে। তবে এখন পর্যন্ত রাস্তায় কোনো জামায়াত-বিএনপির উপস্থিতি পাওয়া যায়নি।’
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৮ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
৯ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
১১ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
১২ মিনিট আগে