যশোর প্রতিনিধি
যশোর শহরে লাঠিসোঁটা, বাঁশ ও কাঠ হাতে শোডাউন করেছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নেতা কর্মীরা এই মহড়া দেন। দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের গড়িখানায় জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের নেতৃত্ব মিছিল বের করা হয়।
এর আগে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা শোডাউন দেন। সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান ও লাঠিসোঁটা নিয়ে মহড়ার কারণে জনসাধারণের মাঝে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘লাঠি হাতে অবস্থানের বিষয়টি আমার জানা নেই।’
আজ শনিবার সকাল থেকে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে লাঠি হাতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। আজ বেলা ১১ টার দিকে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে মিছিল বের হয়।
মিছিলে সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে বাঁশের লাঠি ও হকিস্টিক হাতে নেতা কর্মীদের স্লোগান দিতে দেখা গেছে।
জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শোডাউন শেষ হয় দড়াটানা ভৈরব চত্বরে। জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের নেতৃত্বে মোটরসাইকেল বহর নিয়ে মিছিল বের হয়।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, ‘জামায়াত-বিএনপি যাতে কোনো নৈরাজ্য করতে না পারে সেজন্য লাঠি হাতে আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি। দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হবে। তবে এখন পর্যন্ত রাস্তায় কোনো জামায়াত-বিএনপির উপস্থিতি পাওয়া যায়নি।’
যশোর শহরে লাঠিসোঁটা, বাঁশ ও কাঠ হাতে শোডাউন করেছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নেতা কর্মীরা এই মহড়া দেন। দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের গড়িখানায় জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের নেতৃত্ব মিছিল বের করা হয়।
এর আগে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা শোডাউন দেন। সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান ও লাঠিসোঁটা নিয়ে মহড়ার কারণে জনসাধারণের মাঝে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘লাঠি হাতে অবস্থানের বিষয়টি আমার জানা নেই।’
আজ শনিবার সকাল থেকে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে লাঠি হাতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। আজ বেলা ১১ টার দিকে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে মিছিল বের হয়।
মিছিলে সদর উপজেলা ও পৌর যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে বাঁশের লাঠি ও হকিস্টিক হাতে নেতা কর্মীদের স্লোগান দিতে দেখা গেছে।
জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শোডাউন শেষ হয় দড়াটানা ভৈরব চত্বরে। জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের নেতৃত্বে মোটরসাইকেল বহর নিয়ে মিছিল বের হয়।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, ‘জামায়াত-বিএনপি যাতে কোনো নৈরাজ্য করতে না পারে সেজন্য লাঠি হাতে আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি। দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হবে। তবে এখন পর্যন্ত রাস্তায় কোনো জামায়াত-বিএনপির উপস্থিতি পাওয়া যায়নি।’
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৮ ঘণ্টা আগে