প্রেমিকের বাড়ির সেপটিক ট্যাংক থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ১১
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ১৮

যশোরের শার্শায় নিখোঁজের আট দিন পর প্রেমিকের বাড়ির সেপটিক ট্যাংক থেকে জেসমিন আক্তার পিংকি নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার বুরুজবাগান গ্রাম থেকে আজ শুক্রবার বিকেলে পিংকির লাশ উদ্ধার করেন র‍্যাবের সদস্যরা। 

এ ঘটনায় পিংকির প্রেমিক আহসান কবির রিঙ্কুকে আটক এবং জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বড় ভাই রমেল ও সৎমা হোসনেয়ারাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। যশোর র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার নাজিউর রহমান বলেন, দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের অবনতিতে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত আহসান কবির রিঙ্কুকে আটক করা হয়েছে। 

জেসমিন আক্তার পিংকি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাট ইউনিয়নের কাউরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে। তিনি যশোর পলিটেকনিক কলেজে চতুর্থ বর্ষে পড়তেন। গ্রেপ্তার রিঙ্কু একই কলেজে পিংকির সহপাঠী। 

পুলিশ সূত্র জানায়, কলেজেই পিংকি ও রিঙ্কুর মধ্যে সম্পর্ক হয়। দুজনের পরিবারই বিষয়টি জানত। পিংকি পড়াশোনার সুবিধার্থে যশোরে বাড়ি ভাড়া করে একাই থাকতেন। ২ ফেব্রুয়ারি থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। কিন্তু কয়েক দিন পর একটি মোবাইল নম্বর থেকে পিংকির বাড়িতে কল দিয়ে জানানো হয়, তাঁদের মেয়েকে কে বা কারা ভারতে পাচার করেছে। অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে না পেয়ে পিংকির পরিবার রিঙ্কুর সঙ্গে যোগাযোগ করে। তখন রিঙ্কু জানান, পিংকির বিষয়ে তিনি কিছু জানেন না। কিন্তু তাঁর কথাবার্তায় সন্দেহ হলে পিংকির বাবা জাকির হোসেন র‍্যাবের কাছে অভিযোগ দেন। র‍্যাব ফোনের সূত্র ধরে রিঙ্কুকে আটক করে। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তিতে তাঁর বাড়ির সেপটিক ট্যাংক থেকে পিংকির গলিত লাশ উদ্ধার করা হয়। 

র‍্যাবের হাতে আটক আহসান কবির রিঙ্কুপিঙ্কির বাবা জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যার বিচার চাই।’ 

যশোর র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার নাজিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের অবনতিতে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত আহসান কবির রিঙ্কুকে আটক করা হয়েছে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত