Ajker Patrika

আর হেঁটে স্কুলে যেতে হবে না ওদের

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আর হেঁটে স্কুলে যেতে হবে না ওদের

যশোরের কেশবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০ শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। সোমবার (২৫ জুলাই) দুপুরে কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। বাইসাইকেল পাওয়ায় দূরের বাড়ি থেকে তাদের আর কষ্ট করে পায়ে হেঁটে বিদ্যালয়ে আসতে হবে না। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এসব বাইসাইকেল দেওয়া হয়েছে। এ ছাড়া পরিষদের হল রুমে ১৪০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ৬ লাখ ২২ হাজার টাকা উপবৃত্তি দেওয়া হয়েছে।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত