ইবি প্রতিনিধি
দুর্নীতি–অনিয়মের অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য (ভিসি) ড. শেখ আবদুস সালাম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের বিরুদ্ধে পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ইউজিসির পরিচালক মুহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়। দুইটি চিঠিই গত বছরের ১ নভেম্বর স্বাক্ষরিত হলেও বিষয়টি আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজানি হয়।
এর আগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত শিক্ষক নিয়োগ সংক্রান্ত উপাচার্যের অন্তত এক ডজনের বেশি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। একই সময় বিশ্ববিদ্যালয়ের এক ঠিকাদারের সঙ্গে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের আর্থিক লেনদেনের একটি অডিও ফাঁস হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার উভয়ই গণমাধ্যমকে নিজের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত অসংগতি বা অনিয়মের বিষয়ে কোনো অভিযোগ নেই বলে জানান।
ইউজিসির চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে ইউজিসি। যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্তের অংশ হিসেবে যে কোনো ধরনের নথি পরীক্ষা–নিরীক্ষা করা যাবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
উপাচার্যের বিরুদ্ধে করা তিন সদস্যের তদন্ত কমিটিতে ইউজিসির সদস্য অধ্যাপক এম আবু তাহেরকে আহ্বায়ক করা হয়েছে, সদস্যসচিব হয়েছেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মুহাম্মদ ইউসুফ আলী খান। কমিটির অপর সদস্য হলেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক এম ফজলুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের অনিয়ম তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এস্টেট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহমদ জাহাঙ্গীরকে আহ্বায়ক করে তিন সদস্যে পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠন করে ইউজিসি।
ওই কমিটিতে সদস্যসচিব হয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মোহাম্মদ ইউসুফ আলী খান, আর সদস্য হয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মৌলি আজাদ।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক এম আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘শিগগিরই আমরা ক্যাম্পাসে গিয়ে ঘটনা তদন্ত করব। উপাচার্যের বিরুদ্ধে আনীত কোনো অনিয়ম প্রমাণিত হলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো নিয়োগ সংক্রান্ত অসংগতি বা অনিয়মের বিষয়ে অভিযোগ নেই। আমার বিরুদ্ধে এসব কথা ভিত্তিহীন।’
বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘দুর্নীতি আমার সঙ্গে যায় না। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে–দ্রুত (ইমিডিয়েট) সেগুলোর তদন্ত করে বিষয়টা ক্লিয়ার করা হোক।’
দুর্নীতি–অনিয়মের অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য (ভিসি) ড. শেখ আবদুস সালাম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের বিরুদ্ধে পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ইউজিসির পরিচালক মুহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়। দুইটি চিঠিই গত বছরের ১ নভেম্বর স্বাক্ষরিত হলেও বিষয়টি আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজানি হয়।
এর আগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত শিক্ষক নিয়োগ সংক্রান্ত উপাচার্যের অন্তত এক ডজনের বেশি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। একই সময় বিশ্ববিদ্যালয়ের এক ঠিকাদারের সঙ্গে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের আর্থিক লেনদেনের একটি অডিও ফাঁস হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার উভয়ই গণমাধ্যমকে নিজের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত অসংগতি বা অনিয়মের বিষয়ে কোনো অভিযোগ নেই বলে জানান।
ইউজিসির চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে ইউজিসি। যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্তের অংশ হিসেবে যে কোনো ধরনের নথি পরীক্ষা–নিরীক্ষা করা যাবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
উপাচার্যের বিরুদ্ধে করা তিন সদস্যের তদন্ত কমিটিতে ইউজিসির সদস্য অধ্যাপক এম আবু তাহেরকে আহ্বায়ক করা হয়েছে, সদস্যসচিব হয়েছেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মুহাম্মদ ইউসুফ আলী খান। কমিটির অপর সদস্য হলেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক এম ফজলুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের অনিয়ম তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এস্টেট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহমদ জাহাঙ্গীরকে আহ্বায়ক করে তিন সদস্যে পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠন করে ইউজিসি।
ওই কমিটিতে সদস্যসচিব হয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মোহাম্মদ ইউসুফ আলী খান, আর সদস্য হয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচালক মৌলি আজাদ।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক এম আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘শিগগিরই আমরা ক্যাম্পাসে গিয়ে ঘটনা তদন্ত করব। উপাচার্যের বিরুদ্ধে আনীত কোনো অনিয়ম প্রমাণিত হলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো নিয়োগ সংক্রান্ত অসংগতি বা অনিয়মের বিষয়ে অভিযোগ নেই। আমার বিরুদ্ধে এসব কথা ভিত্তিহীন।’
বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘দুর্নীতি আমার সঙ্গে যায় না। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছি, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে–দ্রুত (ইমিডিয়েট) সেগুলোর তদন্ত করে বিষয়টা ক্লিয়ার করা হোক।’
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১৬ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
২৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৪৪ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে