Ajker Patrika

১২ দিনেও খোঁজ মেলেনি কৃষক মোহাম্মদের

কেশবপুর (যশোর) প্রতিনিধি
১২ দিনেও খোঁজ মেলেনি কৃষক মোহাম্মদের

নিখোঁজের ১২ দিন পরও সন্ধান মেলেনি যশোরের কেশবপুরের কৃষক মোহাম্মদ আলীর (৫০)। গত ৭ জানুয়ারি তিনি মাঠে কাজ করতে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ১৫ জানুয়ারি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার।

পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামের দিনমজুর কৃষক মোহাম্মদ আলী। ৭ জানুয়ারি সকালে কামলা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। পরে ওই কৃষকের স্ত্রী আয়রোন বিবি কেশবপুর থানায় একটি জিডি করেন। মোহাম্মদ আলীর গায়ের রঙ শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি ও মুখে খোঁচা খোঁচা দাঁড়ি রয়েছে। নিখোঁজের দিন গায়ে খয়েরি রঙের পাঞ্জাবি, পরনে সাদা লুঙ্গি ও মাথায় হলুদ রঙের শীতের টুপি ছিল।

এ বিষয়ে কেশবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান বলেন, কৃষক মোহাম্মদ আলী নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় জিডি হয়েছে। তাঁকে খুঁজছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত