Ajker Patrika

বাবার আত্মহত্যার খবর শুনে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা যুবকের

চৌগাছা (যশোর) প্রতিনিধি
বাবার আত্মহত্যার খবর শুনে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা যুবকের

বাবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর শুনে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করলেন ছেলে সোহেল হোসেন (২৮)।

বাবার নাম সিরাজুল ইসলাম (৬০) ও ছেলের নাম সোহেল হোসেন (২৮)। তাঁরা যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামে মাঠের মধ্যে এবং দুপুর ৩টার দিকে মণিরামপুরের সুতিঘাটা রেললাইনের ওপর এ দুটি ঘটনা ঘটে।

বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

যশোরের চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই আমিনুল ইসলাম বলেন, সিরাজুল ইসলামের একমাত্র ছেলে সোহেল। আর তিনটি মেয়ের মধ্যে দুইজনের বিয়ে হয়েছে। পারিবারিক কলহের কারণে আজ দুপুরে বাড়ির পাশে মাঠের মধ্যে মেহগনি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে বাবা আত্মহত্যা করেন। এ খবর শুনে ছেলে দুপুর ৩টার দিকে সুতিঘাটায় চলন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম বলেন, ‘যশোর-মণিরামপুর সড়কে ট্রেনে কাটা পড়ে সোহেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুনেছি বাবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর শুনে তিনি ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত