Ajker Patrika

প্রাণে বাঁচলেও ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেল আরিফুলের স্বপ্ন

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ২০: ২৬
প্রাণে বাঁচলেও ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেল আরিফুলের স্বপ্ন

জীবন বাঁচলেও বেপরোয়া গতির ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে আরিফুল নামের এক যুবকের স্বপ্ন। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারোমাইলে আজ শুক্রবার ট্রাকের চাপায় শরিফুলের উপার্জনের একমাত্র অবলম্বন সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। 

ট্রাকের চাপায় কোনো রকমে প্রাণে বেঁচে গেলেও তিনি গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শরিফুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের আনোয়ার আলীর ছেলে। 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়ার বারোমাইল এলাকায় একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করার সময় বেপরোয়াভাবে এসে আরিফুলের অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। কিন্তু ট্রাকটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে অটোরিকশাচালক আরিফুলকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। 
 
হাসপাতালের বিছানায় শুয়ে আরিফুল বলেন, ‘গ্যাস নেওয়ার জন্য রূপপুরে যাওয়ার পথে বারোমাইলে আমার অটোরিকশাকে চাপা দেয় একটি ট্রাক। মূলত তারা ওভারটেক করার জন্য পাল্লা দিয়ে ছুটছিল। আমি আমার গাড়ি রাস্তার পাশে নিয়েও শেষ রক্ষা করতে পারিনি।’ 

আরিফুল জানান, এনজিও থেকে ঋণ নিয়ে অটোরিকশাটি কিনেছিলেন তিনি। এখন গাড়ি মেরামত ও কিস্তির টাকা পরিশোধ করবেন কীভাবে, সেই চিন্তা তাঁকে গ্রাস করছে।

কান্নাজড়িত কণ্ঠে আরিফুল বলছিলেন, ‘এর চেয়ে আমার মৃত্যুই ভালো ছিল।’ 
 
এ ব্যাপারে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক ইদ্রীস আলী জানান, ‘এ বিষয়ে আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেনি। তবে আমরা ট্রাকটি শনাক্ত করার চেষ্টা করছি।’ 
 
উল্লেখ্য, বেপরোয়া ট্রাকের চাপায় কুষ্টিয়ায় গত সাত দিনে সাতজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত