মেহেরপুর প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিশাত তাসনিম উর্মীর হত্যা মামলায় শ্বশুর হাশেম শাহ ও স্বামী আশফাকুজ্জামান প্রিন্সের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে মেহেরপুর জেলার গাংনীর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহিনুজ্জামান বলেন, ‘গত ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিশাত তাসনিম উর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর স্বামী ও শ্বশুর-শাশুড়ি এটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হয়। এটি হত্যাকাণ্ডও হতে পারে। এ ছাড়া পরদিন নিশাতের বাবা গোলাম কিবরিয়া বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।’
এসআই শাহিনুজ্জামান আরও বলেন, ‘ওই মামলায় মৃতের শ্বশুর ও স্বামীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ মামলার আরেক আসামি তাঁর শাশুড়িকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ করতে পারলে মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তাই আদালতের কাছে তাদের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের জিজ্ঞাসাবাদের পর আসল রহস্য উদ্ঘাটন হতে পারে মনে করছি। সেই সঙ্গে ময়নাতদন্তের রিপোর্ট পেলে আরও স্পষ্ট হবে।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিশাত তাসনিম উর্মীর হত্যা মামলায় শ্বশুর হাশেম শাহ ও স্বামী আশফাকুজ্জামান প্রিন্সের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে মেহেরপুর জেলার গাংনীর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহিনুজ্জামান বলেন, ‘গত ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিশাত তাসনিম উর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর স্বামী ও শ্বশুর-শাশুড়ি এটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হয়। এটি হত্যাকাণ্ডও হতে পারে। এ ছাড়া পরদিন নিশাতের বাবা গোলাম কিবরিয়া বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।’
এসআই শাহিনুজ্জামান আরও বলেন, ‘ওই মামলায় মৃতের শ্বশুর ও স্বামীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ মামলার আরেক আসামি তাঁর শাশুড়িকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ করতে পারলে মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তাই আদালতের কাছে তাদের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের জিজ্ঞাসাবাদের পর আসল রহস্য উদ্ঘাটন হতে পারে মনে করছি। সেই সঙ্গে ময়নাতদন্তের রিপোর্ট পেলে আরও স্পষ্ট হবে।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৭ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৭ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৮ ঘণ্টা আগে