Ajker Patrika

হাইড্রোলিক হর্ন ও নিষিদ্ধ পলিথিন ব্যবহার, ২১ জনকে জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৯: ১৫
হাইড্রোলিক হর্ন ও নিষিদ্ধ পলিথিন ব্যবহার, ২১ জনকে জরিমানা

সাতক্ষীরার বিনেরপোতায় হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ১৫টি যানবাহনের চালক ও নিষিদ্ধ পলিথিন বিক্রি করায় ছয় মুদিদোকানিকে জরিমানা করা হয়েছে। আজ শনিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানের পর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁদের জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। 

সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, আজ দুপুর ১২টার দিকে সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকায় সাতটি বাস ও আটটি ট্রাকে হাইড্রোলিক হর্ন ব্যবহার করতে দেখা যায়। এ সময় পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে বাস ও ট্রাক থেকে হাইড্রোলিক হর্ন খুলে নেওয়া হয়। এ ছাড়া চালকদের কাছ থেকে প্রতি বাস ও ট্রাক বাবদ এক হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

শরিফুল ইসলাম আরও জানান, কদমতলা বাজারের মুদিদোকানেও অভিযান পরিচালনা করা হয়। এসব দোকানে নিষিদ্ধ পলিথিন রাখা ও বিক্রির দায়ে ছয় দোকানদারকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ১১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত