তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে খাদে পড়ে দুই শ্রমিক নিহত ও ১১ জন আহত হয়েছেন। আজ শনিবার ভোর ৬টার দিকে উপজেলার হরিশ্চন্দ্রকাটী সরদারবাড়ি বটতলা এলাকায় খুলনা-পাইকগাছা সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।’
নিহতরা হলেন খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজির ছেলে সাইদুল গাজি (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে গুরুগত আলামিন সরদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাকে থাকা আহত শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, ‘কয়রা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জে মজুরি হিসেবে ধান কাটতে গিয়েছিলাম। আমরা ২০ থেকে ৩০ মণ ধান পাই। ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলাম। আজ সকালে হরিশ্চন্দ্রকাটী সরদারবাড়ি বটতলা এলাকায় এলে ট্রাকটি সড়ক থেকে উল্টে খাদে পড়ে। এতে সাইদুল ও মনিরুল নিহত হন।’
স্থানীয়রা জানান, সড়কের দুই পাশে সম্প্রসারণের জন্য খুঁড়ে রাখা হয়েছে। এই কারণে দুর্ঘটনা ঘটেছে।
সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে খাদে পড়ে দুই শ্রমিক নিহত ও ১১ জন আহত হয়েছেন। আজ শনিবার ভোর ৬টার দিকে উপজেলার হরিশ্চন্দ্রকাটী সরদারবাড়ি বটতলা এলাকায় খুলনা-পাইকগাছা সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।’
নিহতরা হলেন খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজির ছেলে সাইদুল গাজি (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে গুরুগত আলামিন সরদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাকে থাকা আহত শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, ‘কয়রা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জে মজুরি হিসেবে ধান কাটতে গিয়েছিলাম। আমরা ২০ থেকে ৩০ মণ ধান পাই। ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলাম। আজ সকালে হরিশ্চন্দ্রকাটী সরদারবাড়ি বটতলা এলাকায় এলে ট্রাকটি সড়ক থেকে উল্টে খাদে পড়ে। এতে সাইদুল ও মনিরুল নিহত হন।’
স্থানীয়রা জানান, সড়কের দুই পাশে সম্প্রসারণের জন্য খুঁড়ে রাখা হয়েছে। এই কারণে দুর্ঘটনা ঘটেছে।
মোহন মিয়া (২৮) নামের এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে। আহত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান, তাহলে তাঁর বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখতে হবে। তাঁকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে কি না, সেটি দেখতে হবে। এত তড়িঘড়ি করে নিয়োগ দিতে হবে কেন?’
২ ঘণ্টা আগেমো. মজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত বেতন-ভাতাদি পেলেও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না। এমনকি বিশ্ববিদ্যালয় থেকে যানবাহন, টেলিফোন, মোবাইল ফোন ও সংবাদপত্রসংক্রান্ত কোনো সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে