Ajker Patrika

স্বামীকে বালিশচাপায় হত্যা, স্ত্রী গ্রেপ্তার

চৌগাছা (যশোর) প্রতিনিধি
স্বামীকে বালিশচাপায় হত্যা, স্ত্রী গ্রেপ্তার

যশোরের বাঘারপাড়ায় পারিবারিক কলহে স্বামী লাল্টু মণ্ডলকে (২৫) বালিশচাপা ও গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী সুরাইয়া খাতুনের (১৯) বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে তিনি বিষয়টি স্বীকারও করেছেন। গতকাল রোববার দিবাগত রাতে নিজ বাড়িতে তাঁকে খুন করেন তাঁর স্ত্রী। 

নিহত লাল্টু মণ্ডল বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর-চড়াভিটা গ্রামের ফসিয়ার রহমানের ছেলে। আর সুরাইয়া খাতুন যশোর সদরের কেফায়েতনগর গ্রামের ইউনুছ মোল্যার মেয়ে।

লাল্টুর বড়ভাই ফিরোজ মিয়া জানান, রোববার দিবাগত রাত দুইটার দিকে সুরাইয়া খাতুন লাল্টু গলায় ফাঁস দিয়েছে বলে চিৎকার করে বাড়ির সবাইকে জাগিয়ে তোলে। এ সময় লাল্টুর বড়ভাই মনিরুজ্জামান মিন্টু এবং বাবা-মা রুমের মধ্যে গিয়ে দেখেন, লাল্টু মেঝেতে পড়ে আছেন। এরপর তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পরে আজ সোমবার স্থানীয়রা থানা-পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্ত্রী সুরাইয়া স্বামী লাল্টুকে বালিশ চাপা দিয়ে হত্যার দায় স্বীকার করেন। হত্যায় তাঁর সঙ্গে আরও দুজনের সহযোগিতা করার কথাও বলেন তিনি। 

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, লাল্টু যশোর ক্যান্টনমেন্টে বিমানবাহিনীর সিভিলিয়ান কর্মচারী (ব্যাটম্যান) হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছেন। গয়না সংক্রান্ত বিষয়ে সম্প্রতি স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। লাল্টু সে সময় স্ত্রীকে মারপিটও করেন। তারই জের ধরে গত রাতে ঘুমন্ত অবস্থায় লাল্টুকে তাঁর স্ত্রী বালিশচাপা ও গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন পুলিশকে জানিয়েছেন। 

ফিরোজ উদ্দীন বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় নিহতের স্ত্রী সুরাইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত