কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের কর্মী আজিজুর রহমান সুমনকে (৪২) মারধরের অভিযোগে নৌকা প্রার্থীর আটজন কর্মী ও সমর্থকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার পর রাতেই এস এম শাহীন (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
গতকাল সোমবার রাত ১২টার পরে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন। মামলায় আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আহত সুমন উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে ও আওয়ামী লীগের কর্মী। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ বিষয়ে সুমন বলেন, ‘আমি সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের থানা মোড়সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে যাচ্ছিলাম। এ সময় থানা মোড়ের ছমিরের চায়ের দোকানের সামনে নৌকার সমর্থক সরোয়ার, রাসেল, সোহেল, শাহীন, শফিসহ ১০-১২ জন লোহার রড, বাঁশ ও কাঠের লাঠি দিয়ে আমাকে ব্যাপক মারধর করে আহত করেছে। আমি সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি।’
তাঁর দাবি, স্বতন্ত্র প্রার্থীর ভোটের প্রচার-প্রচারণা করায় এবং অন্যান্য কর্মীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে আসামিরা তাঁর ওপর হামলা চালিয়েছে। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘এর জবাব আমরা ভোটের মাঠে দেব।’
তবে এ বিষয়ে জানতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় একজনকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের কর্মী আজিজুর রহমান সুমনকে (৪২) মারধরের অভিযোগে নৌকা প্রার্থীর আটজন কর্মী ও সমর্থকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার পর রাতেই এস এম শাহীন (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
গতকাল সোমবার রাত ১২টার পরে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন। মামলায় আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আহত সুমন উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে ও আওয়ামী লীগের কর্মী। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ বিষয়ে সুমন বলেন, ‘আমি সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের থানা মোড়সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে যাচ্ছিলাম। এ সময় থানা মোড়ের ছমিরের চায়ের দোকানের সামনে নৌকার সমর্থক সরোয়ার, রাসেল, সোহেল, শাহীন, শফিসহ ১০-১২ জন লোহার রড, বাঁশ ও কাঠের লাঠি দিয়ে আমাকে ব্যাপক মারধর করে আহত করেছে। আমি সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি।’
তাঁর দাবি, স্বতন্ত্র প্রার্থীর ভোটের প্রচার-প্রচারণা করায় এবং অন্যান্য কর্মীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে আসামিরা তাঁর ওপর হামলা চালিয়েছে। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘এর জবাব আমরা ভোটের মাঠে দেব।’
তবে এ বিষয়ে জানতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় একজনকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কোটি টাকা লেনদেনে ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পশুর হাট ইজারায় ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে সমঝোতার অভিযোগ উঠেছে পৌর প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। সমঝোতার একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।
৩১ মিনিট আগেরাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ২১ দিনে গ্রেপ্তার করা হয়েছে সাড়ে ১২ হাজার জনকে। কিন্তু কোনো শীর্ষ সন্ত্রাসী বা দাগি অপরাধী ধরা পড়েনি। আবার উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছুরি, রামদা, লাঠি, রডই বেশি; আগ্নেয়াস্ত্র মাত্র ৩৯টি। এর মধ্যে গত বছরের আগস্টে পুলিশের লুট হওয়া...
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীর শরীফ হোসেন (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নয়, মারা গেছেন টঙ্গীতে নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদিন ওরফে জয়নাল বাবুর্চি অর্থ নিয়ে আপসও করেছিলেন। পরে এক ব্যক্তি সরকার থেকে অনেক টাকা পাওয়ার লোভ দেখালে...
২ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্য কার্যালয়ের নলকূপ স্থাপন প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তারা সরাসরি অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি তাঁদের অনুগত স্থানীয় ঠিকাদারের প্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, নৈশপ্রহরীর স্বামী, নলকূপ বিক্রেতাসহ এলাকাভিত্তিক বেশ কয়েকজনের মাধ্যমে...
২ ঘণ্টা আগে