স্বামীর ভ্যানে সন্তানসহ বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় গৃহবধূ নিহত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 
Thumbnail image
যশোরের মনিরামপুরে দুর্ঘটনার পর বাবার কোলে শিশু নুসরাত। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে রিক্তা পারভিন (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ছিটকে পড়ে আহত হয়েছেন রিক্তার ভ্যান চালক স্বামী আবু মুছা ও তিন বছরের মেয়ে নুসরাত। আজ মঙ্গলবার সন্ধ্যায় যশোর-চুকনগর সড়কের সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

হতাহত পরিবারটির বাড়ি একই উপজেলার হোগলাডাঙ্গা মধুপুর গ্রামে। খবর পেয়ে মনিরামপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গৃহবধূর লাশ উদ্ধার করেছেন। স্থানীয়রা ট্রাক ও এর চালক আহম্মদ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

নিহত গৃহবধূর স্বজন সাংবাদিক মোহাম্মদ বাবুল আকতার ও মনিরামপুর ফায়ার সার্ভিসের দলনেতা আমিনুল ইসলাম বলেন, আজ বিকেলে স্বামীর ইঞ্জিন ভ্যানে চড়ে মেয়ে নুসরাতকে নিয়ে সুন্দলপুর বাজারে এক হোমিও চিকিৎসকের কাছে যান রিক্তা পারভিন। সেখান থেকে ফেরার পথে সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পেছন থেকে আসা যশোরগামী দ্রুতগতির একটি ট্রাক ইঞ্জিন ভ্যানকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান গৃহবধূ রিক্তা। এ সময় আহত হন গৃহবধূর স্বামী মুছা ও শিশুকন্যা নুসরাত।

মনিরামপুর ফায়ার সার্ভিসের দলনেতা আমিনুল ইসলাম বলেন, আমরা গৃহবধূর লাশ ও তাঁর স্বামী সন্তানকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে পৌঁছে দিয়েছি।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাফেজা খাতুন বলেন, গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁর স্বামী সন্তানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মনিরামপুর থানার উপপরিদর্শক অমিত দাস বলেন, গৃহবধূর লাশ আমাদের হেফাজতে আছে। দুর্ঘটনায় দায়ী ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত