খুলনা প্রতিনিধি
গুমের শিকার সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান জনি ও যশোরের বেনাপোলের কলেজছাত্র রেজোয়ান হোসেনকে ফেরত পেতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ চেয়েছেন স্বজনেরা। আজ শুক্রবার ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে অংশ নিয়ে এ দাবি জানান তাঁরা।
মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব ও দিবসের ঘোষণাপত্র পাঠ করেন অধিকার খুলনার ফোকাল পারসন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান।
এ সময় বক্তারা বলেন, যার সন্তান গুম হয়, শুধু সে-ই বোঝে সন্তান হারানোর কী বেদনা। দেশে বর্তমানে আইনের শাসন ও বাক্-স্বাধীনতা তৈরি হয়েছে। তাই এই সরকারের কাছে আবেদন, অবিলম্বে তাঁদের গুম হওয়া সন্তান-স্বজনকে সরকার খুঁজে বের করে ফেরত দেবে।
এ সময় গুমের শিকার সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান জনির বাবা শেখ আব্দুর রাশেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ২০১৬ সালের ৪ আগস্ট সাতক্ষীরা সদর থানার এসআই হিমেলের নেতৃত্বে পুলিশ জনিকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর প্রায় আট বছরেও তাঁর সন্ধান দেয়নি পুলিশ। ছেলেকে হারিয়ে তাঁদের সংসার তছনছ হয়ে গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বারবার আবেদন করা হলেও সন্তানকে ফেরত দেননি তিনি। ফলে জনির মা অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা অভিযুক্ত পুলিশ সদস্যদের কঠোর শাস্তি ও জনিকে ফিরিয়ে দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
গুমের শিকার বেনাপোলের মেধাবী কলেজছাত্র মো. রেজোয়ান হোসেনের বড় ভাই মো. রিপন হোসেন বলেন, তাঁর ভাইকে ২০১৬ সালের ৪ আগস্ট বেনাপোল থানা-পুলিশ আটক করে। পরে ওসি অপূর্ব হাসানের নেতৃত্বে তাঁকে গুম করা হয়। দীর্ঘ আট বছরেও তাঁর সন্ধান মেলেনি। ভাইয়ের সন্ধান না পেয়ে তাঁর বৃদ্ধ মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন।
বক্তব্য দেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, মুনীর চৌধুরী সোহেল, সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা, অ্যাডভোকেট অশোক কুমার সাহা, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ ও শেখ আব্দুল হালিম, নারীনেত্রী ইসমত আরা কাঁকন প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী কে এম জিয়াউস সাদাত।
গুমের শিকার সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান জনি ও যশোরের বেনাপোলের কলেজছাত্র রেজোয়ান হোসেনকে ফেরত পেতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ চেয়েছেন স্বজনেরা। আজ শুক্রবার ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে অংশ নিয়ে এ দাবি জানান তাঁরা।
মানবাধিকার সংগঠন ‘অধিকার’ ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব ও দিবসের ঘোষণাপত্র পাঠ করেন অধিকার খুলনার ফোকাল পারসন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান।
এ সময় বক্তারা বলেন, যার সন্তান গুম হয়, শুধু সে-ই বোঝে সন্তান হারানোর কী বেদনা। দেশে বর্তমানে আইনের শাসন ও বাক্-স্বাধীনতা তৈরি হয়েছে। তাই এই সরকারের কাছে আবেদন, অবিলম্বে তাঁদের গুম হওয়া সন্তান-স্বজনকে সরকার খুঁজে বের করে ফেরত দেবে।
এ সময় গুমের শিকার সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান জনির বাবা শেখ আব্দুর রাশেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ২০১৬ সালের ৪ আগস্ট সাতক্ষীরা সদর থানার এসআই হিমেলের নেতৃত্বে পুলিশ জনিকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর প্রায় আট বছরেও তাঁর সন্ধান দেয়নি পুলিশ। ছেলেকে হারিয়ে তাঁদের সংসার তছনছ হয়ে গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বারবার আবেদন করা হলেও সন্তানকে ফেরত দেননি তিনি। ফলে জনির মা অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা অভিযুক্ত পুলিশ সদস্যদের কঠোর শাস্তি ও জনিকে ফিরিয়ে দিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
গুমের শিকার বেনাপোলের মেধাবী কলেজছাত্র মো. রেজোয়ান হোসেনের বড় ভাই মো. রিপন হোসেন বলেন, তাঁর ভাইকে ২০১৬ সালের ৪ আগস্ট বেনাপোল থানা-পুলিশ আটক করে। পরে ওসি অপূর্ব হাসানের নেতৃত্বে তাঁকে গুম করা হয়। দীর্ঘ আট বছরেও তাঁর সন্ধান মেলেনি। ভাইয়ের সন্ধান না পেয়ে তাঁর বৃদ্ধ মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন।
বক্তব্য দেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, মুনীর চৌধুরী সোহেল, সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা, অ্যাডভোকেট অশোক কুমার সাহা, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ ও শেখ আব্দুল হালিম, নারীনেত্রী ইসমত আরা কাঁকন প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী কে এম জিয়াউস সাদাত।
চট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
২০ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
২৪ মিনিট আগেবরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষিসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
১ ঘণ্টা আগে