Ajker Patrika

প্রধান শিক্ষকের হাতে লাঞ্ছনার অভিযোগ সহকারী শিক্ষকের

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭: ১২
প্রধান শিক্ষকের হাতে লাঞ্ছনার অভিযোগ সহকারী শিক্ষকের

মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিরাজ শরীফকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক। 

আজ বুধবার সকালে রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

সহকারী শিক্ষক মিরাজ শরীফ অভিযোগ তুলে বলেন, ‘গত সোমবার প্রধান শিক্ষক হাবিবুর রহমান শিক্ষার্থীদের ডাস্টার দিয়ে মাথায় ও কানের পাশে আঘাত করেন। এ ছাড়া তিনি (প্রধান শিক্ষক) বিভিন্ন সময় শিক্ষার্থীদের মারধর করে। আমি এর প্রতিবাদ করতে গেলে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁর আত্মীয় সকলকে ডেকে আমার ওপর অতর্কিত হামলা করে। এ সময় আমি পড়ে গেলে আমাকে লাঠি দিয়ে এবং কিল, ঘুষি ও লাথি মারে। সহকারী শিক্ষকেরা ঠেকাতে গেলে তাঁদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমি এর সঠিক বিচার চাই।’ 

এ বিষয়ে রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষকের সঙ্গে শিক্ষকের মারামারি বা হাতাহাতির ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি নিয়ে যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হয় সেটি আমি দেখব।’

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের শাসন করা নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সহকারী শিক্ষক মিরাজ শরীফ আমাকে আঘাত করলে আমি পাল্টা আঘাত করি। তবে লোকজন নিয়ে এসে তাঁকে মারার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’ 

এ বিষয়ে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহজাহান রেজা বলেন, ‘রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিরাজ শরীফকে লাঞ্ছিত করার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার তদন্ত করে সত্যতা পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে।’ 

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি খানম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত