মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে দুর্বৃত্তরা এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে পলাশবাড়িয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মাসুদ রানা দৈনিক আজকালের খবর পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি। ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাংবাদিক মাসুদ রানা জানান, উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামের বাড়ি থেকে গাজীর মোড় বাজারে যাওয়ার সময় পলাশবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামের ইঙ্গিতে তাঁর ওপর হামলা হয়। তাঁর দলের মো. বিল্লাল, মো. আলী করিম, নুরু মিয়া, হিরু মিয়াসহ আরও কয়েকজন দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে হাতুড়ি ও লাঠি দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে মোটরসাইকেল ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় মাসুদ রানার কাছে থাকা মোবাইল,ঘড়ি ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মাসুদ রানা বলেন, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে পরাজিত হয়ে সেই রেশ ধরে সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামের লোকজন পরিকল্পিত হামলা করেছে। গত কয়েক দিন যাবৎ বিভিন্ন হুমকি দিয়ে আসছিল তার লোকজন।
সাবেক পলাশবাড়িয়া ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না, শুক্রবার দুপুরে বাড়ি এসেছি। এ ঘটনায় অহেতুক আমাকে জড়ানো হয়েছে। যেহেতু আমি রাজনীতি করি, সেহেতু ওই লোকগুলো আমার দলের। তবে মারধরের বিষয়ে কিছু জানা নেই। পরে শুনেছি।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, একজন সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় অভিযোগ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাগুরার মহম্মদপুরে দুর্বৃত্তরা এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে পলাশবাড়িয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মাসুদ রানা দৈনিক আজকালের খবর পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি। ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাংবাদিক মাসুদ রানা জানান, উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামের বাড়ি থেকে গাজীর মোড় বাজারে যাওয়ার সময় পলাশবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামের ইঙ্গিতে তাঁর ওপর হামলা হয়। তাঁর দলের মো. বিল্লাল, মো. আলী করিম, নুরু মিয়া, হিরু মিয়াসহ আরও কয়েকজন দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে হাতুড়ি ও লাঠি দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে মোটরসাইকেল ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় মাসুদ রানার কাছে থাকা মোবাইল,ঘড়ি ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মাসুদ রানা বলেন, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে পরাজিত হয়ে সেই রেশ ধরে সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামের লোকজন পরিকল্পিত হামলা করেছে। গত কয়েক দিন যাবৎ বিভিন্ন হুমকি দিয়ে আসছিল তার লোকজন।
সাবেক পলাশবাড়িয়া ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘আমি বাড়িতে ছিলাম না, শুক্রবার দুপুরে বাড়ি এসেছি। এ ঘটনায় অহেতুক আমাকে জড়ানো হয়েছে। যেহেতু আমি রাজনীতি করি, সেহেতু ওই লোকগুলো আমার দলের। তবে মারধরের বিষয়ে কিছু জানা নেই। পরে শুনেছি।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, একজন সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় অভিযোগ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। সেই সঙ্গে এই হামলা, লুটপাটের ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ
৩৫ মিনিট আগেছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যপদ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানো মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিট করেছিলেন। তবে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এ আদেশ দেন।
১ ঘণ্টা আগেরোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
২ ঘণ্টা আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
২ ঘণ্টা আগে