ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের গ্রামের বাড়ি জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। বিশেষ প্রয়োজন ছাড়া এই বাড়িতে আসেন না তিনি।
এদিকে স্থানীয় লোকজন আক্তারুজ্জামান শাহীনের ব্যাপারে মুখ খুলতে নারাজ। তাঁরা বলছেন, ‘বড়লোকের ব্যাপার, মাথা ঘামাই না।’
আক্তারুজ্জামান শাহীনের বড় ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, আক্তারুজ্জামান শাহীন মাঝেমধ্যে এলাকায় এসে বাংলো বাড়িতে থাকতেন। অনেক সময় তিনি কবে দেশে আসছেন, তাও বলতেন না।
আজ বৃহস্পতিবার দুপুরে কোটচাঁদপুরে শাহীনের বড় ভাইয়ের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে তিনি একাই রয়েছেন। এরপর এলাঙ্গী গ্রামে আক্তারুজ্জামান শাহীনের বাগানবাড়িতে গিয়ে দেখা যায় তালাবদ্ধ রয়েছে বাড়ির প্রধান ফটক। বাড়িতে কাউকে পাওয়া যায়নি। বাড়ির ভেতর দেখার সুযোগ হয়নি এলাকার কোনো মানুষের।
বিষয়টি নিয়ে শাহীনের বড় ভাই সহিদুজ্জামান সেলিম বলেন, ‘শাহীন আমার ভাই। তিনি এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটাবেন, এটা বিশ্বাস হয়নি আমাদের। তবে প্রশাসনের উচিত, সঠিক তদন্ত করা। যদি ভাই দোষী হন, তাহলে প্রচলিত আইনে তাঁকে শাস্তি দেওয়া হোক এটা আমরা চাই। এমপি আনারের সঙ্গে তাঁর একটা পারিবারিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিল। তবে কী ব্যবসা ছিল, তা আমরা কখনো জানতে পারিনি।’
আক্তারুজ্জামান শাহীনের বিষয়ে জানতে চাইলে স্থানীয় শরিফুল ইসলাম বলেন, ‘এ বিষয় নিয়ে কিছু বলতে পারব না। তারা বড়লোক মানুষ, কোটি কোটি টাকার ব্যাপার। কিছু বলে থানায়, কোর্টে দৌড়ঝাঁপ করতে পারব না। কৃষক মানুষ, কৃষিকাজ করেই চলতে চাই।’ তাঁর মতো এলাকার একাধিক ব্যক্তি একই মন্তব্য করেন।
আরও পড়ুন:
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের গ্রামের বাড়ি জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। বিশেষ প্রয়োজন ছাড়া এই বাড়িতে আসেন না তিনি।
এদিকে স্থানীয় লোকজন আক্তারুজ্জামান শাহীনের ব্যাপারে মুখ খুলতে নারাজ। তাঁরা বলছেন, ‘বড়লোকের ব্যাপার, মাথা ঘামাই না।’
আক্তারুজ্জামান শাহীনের বড় ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, আক্তারুজ্জামান শাহীন মাঝেমধ্যে এলাকায় এসে বাংলো বাড়িতে থাকতেন। অনেক সময় তিনি কবে দেশে আসছেন, তাও বলতেন না।
আজ বৃহস্পতিবার দুপুরে কোটচাঁদপুরে শাহীনের বড় ভাইয়ের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে তিনি একাই রয়েছেন। এরপর এলাঙ্গী গ্রামে আক্তারুজ্জামান শাহীনের বাগানবাড়িতে গিয়ে দেখা যায় তালাবদ্ধ রয়েছে বাড়ির প্রধান ফটক। বাড়িতে কাউকে পাওয়া যায়নি। বাড়ির ভেতর দেখার সুযোগ হয়নি এলাকার কোনো মানুষের।
বিষয়টি নিয়ে শাহীনের বড় ভাই সহিদুজ্জামান সেলিম বলেন, ‘শাহীন আমার ভাই। তিনি এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটাবেন, এটা বিশ্বাস হয়নি আমাদের। তবে প্রশাসনের উচিত, সঠিক তদন্ত করা। যদি ভাই দোষী হন, তাহলে প্রচলিত আইনে তাঁকে শাস্তি দেওয়া হোক এটা আমরা চাই। এমপি আনারের সঙ্গে তাঁর একটা পারিবারিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিল। তবে কী ব্যবসা ছিল, তা আমরা কখনো জানতে পারিনি।’
আক্তারুজ্জামান শাহীনের বিষয়ে জানতে চাইলে স্থানীয় শরিফুল ইসলাম বলেন, ‘এ বিষয় নিয়ে কিছু বলতে পারব না। তারা বড়লোক মানুষ, কোটি কোটি টাকার ব্যাপার। কিছু বলে থানায়, কোর্টে দৌড়ঝাঁপ করতে পারব না। কৃষক মানুষ, কৃষিকাজ করেই চলতে চাই।’ তাঁর মতো এলাকার একাধিক ব্যক্তি একই মন্তব্য করেন।
আরও পড়ুন:
বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষিসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
৩৫ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪৩ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
১ ঘণ্টা আগে