Ajker Patrika

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১৫: ১৮
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নড়াইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার নড়াইল-যশোর সড়কের মূলদাইড় ঘোষবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তপু ঘোষ (২৬) সদর উপজেলার মূলদাইড় গ্রামের সঞ্জিত ঘোষের ছেলে। 

আহত ব্যক্তিরা হলেন মূলদাইড় গ্রামের সমীর ঘোষের ছেলে সঞ্জয় ঘোষ, তালতলা গ্রামের তানভির জিহাদ এবং যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের মাহবুব আলমের ছেলে আয়াদ হোসেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মোটরসাইকেলে মূলদাইড় থেকে প্রতিবেশী সঞ্জয় ঘোষের সঙ্গে নড়াইলে আসছিলেন তপু। এ সময় তাঁরা নড়াইল-যশোর সড়কের মূলদাইড় ঘোষবাড়ী নামক স্থানে পৌঁছালে লোহাগড়া থেকে নড়াইলের দিকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই মারা যান তপু ঘোষ। গুরুতর আহত হন তপুর প্রতিবেশী সঞ্জয় ঘোষ ও অন্য মোটরসাইকেলে থাকা দুজন। পরে স্থানীয়রা তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মারা গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত