Ajker Patrika

সাতক্ষীরায় অর্ধকোটি টাকার স্বর্ণের বার জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২৩, ২১: ১৫
সাতক্ষীরায় অর্ধকোটি টাকার স্বর্ণের বার জব্দ

সাতক্ষীরায় অর্ধকোটি টাকা মূল্যের সাতটি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গাজীপুর সীমান্তের বাকাল চেকপোস্ট থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়। তবে কেউ আটক হননি।

সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সদরের আলীপুর ইটভাটাসংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে টহলদল ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি চালায়। তল্লাশিতে সাতটি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য ৬৮ লাখ ৭৭৮ টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে। আর স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত