Ajker Patrika

গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ২০: ৩৬
গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে আলেহিম হোসেন (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মুকুলের ডিপের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত আলেহিম হোসেন উপজেলার মোহাম্মদপুর গ্রামের আব্দুল গনির ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আলেহিমের বড় বোন মোমেনা খাতুন বলেন, জমি নিয়ে প্রতিবেশী কাদের আলী ও সাদু মণ্ডলের ছেলেদের সঙ্গে বিরোধ চলছিল। সকালে চাচা আবুল হোসেনের ছেলে খলিলুর রহমান মাঠে যান। সেখানে চাচা খলিলুর রহমানের সঙ্গে আলেহিম দেখা করতে যান। 

এ সময় কাদের আলীর ছেলে সাইফুল ইসলাম, আব্দুল হান্নান, বান্টু ও সাদুর ছেলে সেন্টুসহ কয়েকজন জমি দখল করতে যান। তাঁদের বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আলেহিম ও খলিলুর রহমানকে কুপিয়ে তাঁরা চলে যান। তাতে আলেহিম ঘটনাস্থলেই মারা যান। আর আহত খলিলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে অভিযুক্তদের বক্তব্য জানতে তাঁদের বাড়ি গিয়েও পাওয়া যায়নি। এ বিষয়ে তাঁদের পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হননি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত