Ajker Patrika

চাকরি ছাড়ায় মালিকের মারধর, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১০: ০০
চাকরি ছাড়ায় মালিকের মারধর, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা

সাতক্ষীরার শ্যামনগরে মালিকের মারপিটের শিকার হয়ে দেবব্রত মিস্ত্রি (২২) নামে এক কর্মচারী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। অপর দুই কর্মচারীকে নিয়ে তাঁর বাড়িতে ঢুকে মারধরের পর মালিক চলে গেলে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

সোমবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখাল খালপাড়ে ঘটনাটি ঘটে। 

দেবব্রত একই এলাকার দিনমজুর তাপস কুমার মিস্ত্রির ছেলে। ঘটনার পর পরিবারের সদস্যরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

ভুক্তভোগী তরুণের বাবা তাপস কুমার মিস্ত্রি জানান, তাঁর ছেলে ভেটখালী বাজারের ভাই ভাই বস্ত্রালয়ে মাসিক ৪ হাজার টাকার বেতনে চাকরি করেন। বারবার বলেও বেতন বৃদ্ধি না করায় ছেলে নতুন একটি প্রতিষ্ঠানে কাজ নেন। বিষয়টি জানতে পেরে সোমবার বেলা ১০টার দিকে দুই কর্মচারীকে নিয়ে মহসীন তাঁদের বাড়িতে ঢুকে ঘর থেকে টেনে বের করে এলোপাতাড়ি মারধর করেন। নির্যাতনের একপর্যায়ে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে ছেলে ঘরে থাকা ধানখেতে ব্যবহারের কীটনাশক পান করেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ব্যবসাপ্রতিষ্ঠানটির মালিক মহসীন হোসেন বলেন, ‘তাকে কোনো মারধর করা হয়নি। আগে থেকে না জানিয়ে চাকরি ছেড়ে দেওয়ায় পাওনা টাকার জন্য তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন জানান, পাকস্থলী ওয়াশ করার পর রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা অতিক্রান্ত হলে রোগীর অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত