কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের মৎস্য ফিডের গুদামঘর ভাঙচুর-লুটপাট এবং অপর এক ব্যক্তির কফি হাউসে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে এ ঘটনাটি ঘটে। এসময় কলাগাছি বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার এলাকার ছোট বিলের ৮৫ বিঘার একটি ঘেরের মাছ ধরাকে কেন্দ্র করে সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান ও ইউনিয়ন বিএনপি নেতা সিদ্দিক বিশ্বাসের লোকজনের সংঘর্ষ হয়। এতে সুফলাকাটি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। উভয়পক্ষই ওই ঘেরটি জমির মালিকেরা তাদের মাছ চাষ করার জন্য লিজ দিয়েছে বলে দাবি করে আসছে। এদিকে বিএনপির নেতা বিল্লাল হোসেন আহত হওয়ার ঘটনায় শনিবার সন্ধ্যায় কলাগাছি বাজারে সুফলাকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে ওই দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বত্তরা।
সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান বলেন, ‘দুর্বৃত্তরা কলাগাছি বাজারে আমার মায়িশা মৎস্য চাষ প্রকল্প নামে একটি ফিডের গুদামের শাটার ভেঙে ১৫০ বস্তা মাছের খাবার লুট করাসহ প্রতিষ্ঠান ভাঙচুর করে। এতে আনুমানিক দুই লাখ ৫০ টাকার ক্ষতি হয়েছে। এলাকার ছোট বিলে ৮৫ বিঘা একটি মাছের ঘেরকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।’
এদিকে এ ভাঙচুরের ঘটনার পর কলাগাছি-চুকনগর সড়কের আড়খালী এলাকায় বিলের ভেতর পানির ওপর তৈরি করা নিরিবিলি ভাসমান কফি হাউসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক রাজিকুল ইসলাম রাজু বলেন, ‘সন্ধ্যায় কলাগাছি বাজারে বিএনপির উদ্যোগে একটি মিছিল হয়। এরপরে একদল লোক কফি হাউসে প্রবেশ করে নগদ ১৫ হাজার টাকা, ১০ হাজার টাকার সিগারেট, ১৭ হাজার টাকার আইসক্রিম নিয়ে কফি হাউসে আগুন লাগিয়ে দেয়। আগুনে দুটি ফ্রিজ, একটি কফি বানানোর মেশিন, তিনটি ব্লেন্ডার মেশিন, পাঁচ কেজি হাঁসের মাংসসহ যাবতীয় মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে আমার আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
এদিকে ক্ষতিগ্রস্তরা ওই ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি জি এম মহি উদ্দীন বলেন, ‘গত বৃহস্পতিবার মাছের ঘেরকে কেন্দ্র করে বিএনপি নেতা বিল্লাল হোসেনকে মারপিটে আহত করার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় কলাগাছি বাজারে শান্তিপূর্ণভাবে একটি বিক্ষোভ মিছিল করা হয়। এরপরে পরিকল্পিতভাবে কেউ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোথাও কোথাও কোনো ঘটনা ঘটাতে পারে। তবে এগুলো আমাদের জানার বাইরে। এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত নেই।’
কেশবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইউসুফ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত হয়। সেখানে যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এ ঘটনায় বেশ ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরীফুল ইসলাম বলেন, দোকানে লুটপাট এবং আগুন লাগানোর খবর পেয়ে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কলাগাছি বাজারের ওই সমস্ত ঘটনায় অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের মৎস্য ফিডের গুদামঘর ভাঙচুর-লুটপাট এবং অপর এক ব্যক্তির কফি হাউসে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে এ ঘটনাটি ঘটে। এসময় কলাগাছি বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার এলাকার ছোট বিলের ৮৫ বিঘার একটি ঘেরের মাছ ধরাকে কেন্দ্র করে সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান ও ইউনিয়ন বিএনপি নেতা সিদ্দিক বিশ্বাসের লোকজনের সংঘর্ষ হয়। এতে সুফলাকাটি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। উভয়পক্ষই ওই ঘেরটি জমির মালিকেরা তাদের মাছ চাষ করার জন্য লিজ দিয়েছে বলে দাবি করে আসছে। এদিকে বিএনপির নেতা বিল্লাল হোসেন আহত হওয়ার ঘটনায় শনিবার সন্ধ্যায় কলাগাছি বাজারে সুফলাকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে ওই দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বত্তরা।
সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান বলেন, ‘দুর্বৃত্তরা কলাগাছি বাজারে আমার মায়িশা মৎস্য চাষ প্রকল্প নামে একটি ফিডের গুদামের শাটার ভেঙে ১৫০ বস্তা মাছের খাবার লুট করাসহ প্রতিষ্ঠান ভাঙচুর করে। এতে আনুমানিক দুই লাখ ৫০ টাকার ক্ষতি হয়েছে। এলাকার ছোট বিলে ৮৫ বিঘা একটি মাছের ঘেরকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।’
এদিকে এ ভাঙচুরের ঘটনার পর কলাগাছি-চুকনগর সড়কের আড়খালী এলাকায় বিলের ভেতর পানির ওপর তৈরি করা নিরিবিলি ভাসমান কফি হাউসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক রাজিকুল ইসলাম রাজু বলেন, ‘সন্ধ্যায় কলাগাছি বাজারে বিএনপির উদ্যোগে একটি মিছিল হয়। এরপরে একদল লোক কফি হাউসে প্রবেশ করে নগদ ১৫ হাজার টাকা, ১০ হাজার টাকার সিগারেট, ১৭ হাজার টাকার আইসক্রিম নিয়ে কফি হাউসে আগুন লাগিয়ে দেয়। আগুনে দুটি ফ্রিজ, একটি কফি বানানোর মেশিন, তিনটি ব্লেন্ডার মেশিন, পাঁচ কেজি হাঁসের মাংসসহ যাবতীয় মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে আমার আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
এদিকে ক্ষতিগ্রস্তরা ওই ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি জি এম মহি উদ্দীন বলেন, ‘গত বৃহস্পতিবার মাছের ঘেরকে কেন্দ্র করে বিএনপি নেতা বিল্লাল হোসেনকে মারপিটে আহত করার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় কলাগাছি বাজারে শান্তিপূর্ণভাবে একটি বিক্ষোভ মিছিল করা হয়। এরপরে পরিকল্পিতভাবে কেউ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোথাও কোথাও কোনো ঘটনা ঘটাতে পারে। তবে এগুলো আমাদের জানার বাইরে। এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত নেই।’
কেশবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইউসুফ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত হয়। সেখানে যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এ ঘটনায় বেশ ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরীফুল ইসলাম বলেন, দোকানে লুটপাট এবং আগুন লাগানোর খবর পেয়ে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কলাগাছি বাজারের ওই সমস্ত ঘটনায় অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ রোববার টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
৩৩ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুতায়িত হয়ে সজিব হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কাঠের খড়ি বোঝায় ট্রাকের ওপরে থাকা অবস্থায় বিদ্যুতায়িত হন।
৩৪ মিনিট আগেহেমন্তে নবান্ন উৎসবে মেতেছেন বগুড়ার শিবগঞ্জের মানুষ। বাঙালির চিরায়ত ঐতিহ্য নবান্ন উৎসব উপলক্ষে প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুরুতে উপজেলার উথুলী বাজারে বসে মেলা। স্থানীয়দের দাবি প্রায় ৪ শ বছরের পুরোনো এই মেলা। আজ রোববার ভোর থেকেই ক্রেতা-বিক্রেতায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন। এ মেলায় নতুন সবজি, মিষ্টির
৩৮ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার সকালে পাটগ্রাম-বুড়িমারী স্থলবন্দর আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ বাজারের কলতাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে