মহম্মদপুরে ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৮, স্বর্ণালংকার জব্দ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১৬: ২১
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৬: ৩৪

মাগুরার মহম্মদপুরে ডাকাত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার আউনাড়া বাজারে গ্রেপ্তারের এই ঘটনা ঘটে। এ সময় তাঁদের দেওয়া স্বীকারোক্তিতে লুট হওয়া স্বর্ণালংকার জব্দ করে পুলিশ। 

আটজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম। তিনি বলেন, ‘বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে যুক্ত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন গ্রেপ্তার ব্যক্তিরা। তাঁদের নামে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

গ্রেপ্তাররা হলেন আউনাড়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা জুয়েল ওরফে রুবেল (৩১), আল আমিন (২০), দেলোয়ার (৩৪) সৌরভ মোল্লা (২২), মোহাম্মদ আজিজুল (২০), মো. রাজা মিয়া (২১), মো. আবু তালেব মোল্লা (২৫) ও জালাল উদ্দীন (৩০)। 

জানা গেছে, গত ১৭ জুন রাতে মহম্মদপুর উপজেলার আউনাড়া গ্রামে প্রহল্লাদ মণ্ডলের বাড়িতে ডাকাতি হয়। এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা জড়িত ছিলেন বলে জানায় পুলিশ। তাঁদের মধ্যে তিনজন পৃথক কয়েকটি ডাকাতি মামলার আসামি। 

মামলার তদন্ত কর্মকর্তা অসিত কুমার রায় জানান, একদল ডাকাত আউনাড়া বাজারে ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে গতকাল রাত সাড়ে ১১টার দিকে মহম্মদপুর থানার পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় চারজনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে ওই রাতেই আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া স্বীকারোক্তিতে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত