এসআই স্ত্রীকে নির্যাতনের অভিযোগে পুলিশ পরিদর্শক সাময়িক বরখাস্ত

যশোর প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৯: ৫৬
Thumbnail image

যশোরে শাহাজাদী আক্তার নামে পুলিশের নারী উপপরিদর্শককে (এসআই) নির্যাতনের অভিযোগে পুলিশ পরিদর্শক স্বামী কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

গত ৩১ ডিসেম্বর অতিরিক্ত ডিআইজি বেলাল উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। অফিস নোটিশে স্ত্রীকে নির্যাতনের কথা উল্লেখ না করলেও বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কার্য ও অসদাচরণমূলক অপরাধের উল্লেখ করা হয়েছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ পিবিআই পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান। আজ সোমবার বিকেলে মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কামরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

গত শুক্রবার রাতে যশোর সদরের খড়কি এলাকার বাড়িতে পুলিশ পরিদর্শক কামরুজ্জামান তাঁর স্ত্রী যশোর সদর জুডিশিয়াল আদালতের উপপরিদর্শক (এসআই) শাহজাদী আক্তারকে এলোপাতাড়িভাবে মারপিট ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন বলে অভিযোগ ওঠে। শাহাজাদী আক্তার যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। যৌতুকের মামলা তুলে নিতে নির্যাতন করা হয়েছে বলে দাবি করেছেন শাহাজাদী আক্তার। 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ পরিদর্শক কামরুজ্জামান। তিনি ঝিনাইদহ পিবিআই (পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো) পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত