চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় এক শিশুর কামড়ে একটি সাপের বাচ্চা মারা গেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির কামড়ে সাপের বাচ্চাটি মারা গেছে বলে দাবি করছে পরিবারের সদস্যরা। এক বছর বয়সী শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জান্নাতুল ফেরদৌস নামে শিশুটি ওই গ্রামের বিলপাড়ার রিয়াজুল ইসলামের মেয়ে।
শিশুটির মা শিলা খাতুন বলেন, ‘আজ সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরে খেলছিল জান্নাতুল। খেলতে খেলতে দুজনেই খাটের নিচে চলে যায়। খাটের নিচে থাকা একটি সাপের বাচ্চাকে ধরে দুই জায়গায় কামড় দেয় জান্নাতুল। পরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বের হয়ে আসে। সাপের বাচ্চাটি মারা গেছে। আমি মেয়েকে নিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি করি। ডাক্তার বলেছে আমার মেয়ে সুস্থ আছে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, ‘সাপটিকে মৃত অবস্থায় আনা হয়। শিশুটিকে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। ২৪ ঘণ্টা গেলে বোঝা যাবে।
তবে শিশুটির অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়ে এই চিকিৎসক বলেন, ‘শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।’
অবশ্য সাপের বাচ্চাটি কোন প্রজাতির সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যরা গোখরার বাচ্চা বলে দাবি করলেও গ্রামের অনেকে বলছেন এটি ঘরে থাকা নির্বিষ সাপ।
চুয়াডাঙ্গায় এক শিশুর কামড়ে একটি সাপের বাচ্চা মারা গেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির কামড়ে সাপের বাচ্চাটি মারা গেছে বলে দাবি করছে পরিবারের সদস্যরা। এক বছর বয়সী শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জান্নাতুল ফেরদৌস নামে শিশুটি ওই গ্রামের বিলপাড়ার রিয়াজুল ইসলামের মেয়ে।
শিশুটির মা শিলা খাতুন বলেন, ‘আজ সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরে খেলছিল জান্নাতুল। খেলতে খেলতে দুজনেই খাটের নিচে চলে যায়। খাটের নিচে থাকা একটি সাপের বাচ্চাকে ধরে দুই জায়গায় কামড় দেয় জান্নাতুল। পরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বের হয়ে আসে। সাপের বাচ্চাটি মারা গেছে। আমি মেয়েকে নিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি করি। ডাক্তার বলেছে আমার মেয়ে সুস্থ আছে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, ‘সাপটিকে মৃত অবস্থায় আনা হয়। শিশুটিকে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। ২৪ ঘণ্টা গেলে বোঝা যাবে।
তবে শিশুটির অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়ে এই চিকিৎসক বলেন, ‘শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।’
অবশ্য সাপের বাচ্চাটি কোন প্রজাতির সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যরা গোখরার বাচ্চা বলে দাবি করলেও গ্রামের অনেকে বলছেন এটি ঘরে থাকা নির্বিষ সাপ।
বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার পুলিশ তাদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মো. ওসমান গনি জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩৫ মিনিট আগেবাসার সামনে খাটিয়া। তাতে রাখা নিজ সন্তানের লাশ। নির্বাক তাকিয়ে মা নাইমুন নাহার। হয়তো তখনো কল্পনা করতে পারেনি তার ছেলে নিথর। পুরো বাড়িতে কান্নার রোল। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা-মাসহ স্বজনেরা।
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থক উজ্জলকে নির্যাতনের ঘটনায় রিজভী আহমেদ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে
১ ঘণ্টা আগেতাঁর প্রস্তাব অনুযায়ী গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বাজারদর বোর্ডে তুলে ধরতে হবে। যা নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের ওপর। কোনো বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না। এটি বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা
২ ঘণ্টা আগে