Ajker Patrika

শিকলে বাঁধা বাবা-মায়ের স্বপ্ন

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
শিকলে বাঁধা বাবা-মায়ের স্বপ্ন

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী গ্রামের আলাউদ্দীনের ছেলে আলমাছ। বাবা-মায়ের স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, ধরবে পরিবারের হাল। কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ফলাফল খারাপ হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে আলমাছ। আস্তে আস্তে অস্বাভাবিক আচরণ করতে থাকে। বিভিন্ন জায়গায় চিকিৎসাও করিয়েছে পরিবার। কিন্তু সমস্যার সমাধান হয়নি। আত্মীয়-প্রতিবেশীদের মারধর করায় বর্তমানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আলমাছকে। 

আলমাছের বাবা আলাউদ্দীন জানান, ‘আমার ছেলে খুব মেধাবী ছিল। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ফলাফল খারাপ হওয়ায় মানসিক আঘাত পায়। আস্তে আস্তে মন-মানসিকতা পরিবর্তন হতে থাকে। একসময় তার ব্রেইন কোনো কাজ করে না। সে হয়ে যায় পাগল। আর ভেঙে যায় আমার জীবনের সমস্ত স্বপ্নগুলো। একজন বাবার সামনে তার ছেলেকে শিকলে বাঁধা অবস্থায় দেখা যে কত কষ্টকর তা ভাষায় বলে বোঝানো সম্ভব নয়।’ 

মা আছিয়া খাতুন জানান, ‘আমার সন্তানের চিকিৎসা করাতে গিয়ে আমি সর্বস্বান্ত হয়ে গেছি। পাগল ছেলেকে নিয়েই কষ্টের মধ্যে জীবন যাপন করছি। করমদী গ্রাম থেকে গিয়ে বর্তমানে তেঁতুলবাড়িয়ার এক আত্মীয়র বাড়িতে আছি। প্রতিবেশীদের আঘাত করবে বলে শেকলে বেঁধে রাখা হয়েছে। দেড় মাস ধরে আমার ছেলেকে শিকলে বেঁধে রেখেছি। আগে থেকেই তার মাথায় সমস্যা হতো এখন সেই সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় সমাজের বিত্তবানদের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করছি। আর প্রতিবন্ধী যে ভাতা পাই তাতে চিকিৎসা খরচ হয় না।’ 

গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী জানান, আলমাছ প্রতিবন্ধী হওয়ার কারণে তাকে প্রতিবন্ধী কার্ডের আওতায় আনা হয়েছে এবং নিয়মিত ভাতা পাচ্ছে। এ ছাড়া চিকিৎসার জন্য আবেদন করলে তাকে সহযোগিতা করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত