মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
বেতনের জন্য ‘ঘুষ’ দিতে হচ্ছে নতুন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। আর এসব টাকা তুলছেন আরেক নতুন শিক্ষক। মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া শিক্ষকদের একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপের স্ক্রিনশটে এমন তথ্য পাওয়া গেছে। স্ক্রিনশটগুলো ফাঁস করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকেরা।
খোঁজ নিয়ে জানা যায়, এজি অফিসে দেওয়ার জন্য সদ্য যোগদান করা শিক্ষকদের থেকে ১ হাজার ২০০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। ওমর ইবনে হাবিব নামের এক শিক্ষক একটি বিকাশ নম্বরে টাকাগুলো নিচ্ছেন।
ওই মেসেঞ্জার গ্রুপের সদস্য ও উপজেলার মশাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফখরুজ্জামান বলেন, ‘গ্রুপের কথাগুলো সত্য। আমরা বেতন পেয়েছি। যারা পায়নি তাদের বেতন ছাড়ানোর জন্য জেলা এজি (হিসাব মহানিয়ন্ত্রক) অফিসেও টাকা দেওয়া লাগবে, গ্রুপে এভাবেই মেনশন করা আছে। আমার ব্যাংকে চাকরি হয়েছে। এ জন্য এসব নিয়ে আর ভাবছি না।’
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সদ্য যোগদান করা ৮০ জন সহকারী শিক্ষকের মধ্যে তিনজন সহকারী শিক্ষক এখনো বেতন পাননি। কিছু জটিলতার কারণে ১০ জন শিক্ষক গত রোববার বিলম্বে বেতন পেয়েছেন। দুজন চাকরি ছেড়ে চলে গেছেন। একজন এখনো যোগদান করেননি। বাকিরা ঈদুল ফিতরের আগেই বেতন পেয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘টাকা না দিলে লিস্ট উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে চলে যাবে, বেতন আটকে যাবে, পরে পারসোনালি এজি অফিসে গিয়ে বেতন-বিল পাস করাতে হবে—এমন ভয় দেখানে হচ্ছে আমাদের।’
এ বিষয়ে শিক্ষক ওমর ইবনে হাবিবের সঙ্গে কথা বললে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘টাকাগুলো আমরা রিইউনিয়ন করার জন্য নিচ্ছি। অনেকে রিইউনিয়নের জন্য টাকা দেবে না, তাই এই কৌশল অবলম্বন করে টাকা নিয়েছি।’
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমার নামে টাকা তোলার বিষয়ে জানা নেই। নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষক ওমর ইবনে হাবিবকে শোকজ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।’
বেতনের জন্য ‘ঘুষ’ দিতে হচ্ছে নতুন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। আর এসব টাকা তুলছেন আরেক নতুন শিক্ষক। মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া শিক্ষকদের একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপের স্ক্রিনশটে এমন তথ্য পাওয়া গেছে। স্ক্রিনশটগুলো ফাঁস করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকেরা।
খোঁজ নিয়ে জানা যায়, এজি অফিসে দেওয়ার জন্য সদ্য যোগদান করা শিক্ষকদের থেকে ১ হাজার ২০০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। ওমর ইবনে হাবিব নামের এক শিক্ষক একটি বিকাশ নম্বরে টাকাগুলো নিচ্ছেন।
ওই মেসেঞ্জার গ্রুপের সদস্য ও উপজেলার মশাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফখরুজ্জামান বলেন, ‘গ্রুপের কথাগুলো সত্য। আমরা বেতন পেয়েছি। যারা পায়নি তাদের বেতন ছাড়ানোর জন্য জেলা এজি (হিসাব মহানিয়ন্ত্রক) অফিসেও টাকা দেওয়া লাগবে, গ্রুপে এভাবেই মেনশন করা আছে। আমার ব্যাংকে চাকরি হয়েছে। এ জন্য এসব নিয়ে আর ভাবছি না।’
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সদ্য যোগদান করা ৮০ জন সহকারী শিক্ষকের মধ্যে তিনজন সহকারী শিক্ষক এখনো বেতন পাননি। কিছু জটিলতার কারণে ১০ জন শিক্ষক গত রোববার বিলম্বে বেতন পেয়েছেন। দুজন চাকরি ছেড়ে চলে গেছেন। একজন এখনো যোগদান করেননি। বাকিরা ঈদুল ফিতরের আগেই বেতন পেয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘টাকা না দিলে লিস্ট উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে চলে যাবে, বেতন আটকে যাবে, পরে পারসোনালি এজি অফিসে গিয়ে বেতন-বিল পাস করাতে হবে—এমন ভয় দেখানে হচ্ছে আমাদের।’
এ বিষয়ে শিক্ষক ওমর ইবনে হাবিবের সঙ্গে কথা বললে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘টাকাগুলো আমরা রিইউনিয়ন করার জন্য নিচ্ছি। অনেকে রিইউনিয়নের জন্য টাকা দেবে না, তাই এই কৌশল অবলম্বন করে টাকা নিয়েছি।’
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমার নামে টাকা তোলার বিষয়ে জানা নেই। নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষক ওমর ইবনে হাবিবকে শোকজ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।’
নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেচাঁদাবাজির অভিযোগ এনে মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারকে মারধর করেছে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেখাম ছাড়া নারী দিবসের চিঠি দেওয়ায় ফরিদপুরের সালথা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলির ওপর ক্ষিপ্ত হয়েছেন জামায়াতের এক কর্মী। এমনকি ওই কর্মকর্তাকে সালথা ছেড়ে চলে যেতে বলা হয়। আজ বৃহস্পতিবার মহিলা কর্মকর্তার মোবাইল ফোনে এ কথা বলেন ওয়ালি উজ জামান নামের এক ব্যক্তি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে হত্যার ঘটনায় আরাফাত মামুন ও বিপ্লব বড়ুয়া নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে আরাফাত মামুন রাউজানে যুবদলের নেতা হিসেবে পরিচিত। বিএনপির সক্রিয় রাজনীতি করলেও তাঁর কোনো পদ-পদবি নেই।
১ ঘণ্টা আগে