Ajker Patrika

শ্যামনগরে প্রবাসীকে কুপিয়ে জখম: ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ ২ জন গ্রেপ্তার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৪: ৫৫
শ্যামনগরে প্রবাসীকে কুপিয়ে জখম: ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ ২ জন গ্রেপ্তার

সাতক্ষীরার শ্যামনগরে প্রবাসফেরত মন্টু গাজীসহ তাঁর পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করার ঘটনায় আব্দুল্লাহ আল মামুন (৩১) ও গোলাম মোস্তফাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে হামলার ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করার পর গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের আল মামুন ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর সহযোগী গোলাম মোস্তফা একই এলাকার বাসিন্দা। আহতরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে মন্টু, ইস্রাফিল, শামিম ও মোখলেছুরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত মন্টুর বাবা নুরুজ্জামান গাজী বলেন, গত বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুল গফুরের বাড়ির সামনে দলবল নিয়ে ইতালি-ফেরত মন্টুকে কুপিয়ে আহত করেন মামুন। খবর পেয়ে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে মামুন ও তাঁর লোকজন তাঁদের ওপরও চড়াও হন। এ সময় দায়ের আঘাতে ইস্রাফিল, শামিম ও মোকলেছুর আহত হন। ঘটনার রাতেই তিনি যুবলীগ সভাপতি মামুনসহ হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তিনি দাবি করেন, এলাকায় চাঁদাবাজি, চিংড়িঘের দখলসহ কমিটি দেওয়ার নামে অর্থ আদায়ের মতো অভিযোগ রয়েছে মামুনের বিরুদ্ধে।

এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ থানায় মামলা করা হলে দুজনকে গ্রেপ্তার হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত