গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলায় ১৫ দিনের স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় মো. রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রফিকুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার মদনা বেলতলা পাড়ার মৃত ফজের আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মামলার আসামি রবিউল ইসলাম বিভিন্ন সময় তাঁকে প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসতেন। এতে মামলার বাদী রাজি না হওয়ায় আসামি তাঁকে বিভিন্নভাবে সম্মানহানির ভয় দেখিয়ে মোবাইল ফোনে কথা বলতে বাধ্য করেন। একপর্যায়ে সংসার ছেড়ে রবিউল ইসলামকে বিয়ে করেন। সংসারের ১৫ দিন অতিবাহিত হওয়ার পর জানতে পারেন রবিউল ইসলামের আরও এক স্ত্রী রয়েছে। তাই তিনি রবিউল ইসলামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আবার পূর্বের স্বামীর কাছে চলে আসেন।
এই ঘটনার পর থেকে আসামি রবিউল ইসলাম আবার বেপরোয়া হয়ে ওঠেন। রবিউল ইসলাম তাঁর ১৫ দিনের সংসার জীবনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন। সেই ভিডিও তাঁর কাছে পাঠিয়ে সংসার নষ্ট করার হুমকি দেন এবং আবারও শারীরিক সম্পর্কের দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর ১১ বছর বয়সী শিশুকে মোটরসাইকেলে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তুলে নিয়ে যান। পরে প্রস্তাবে রাজি হলে রবিউল ইসলাম তাঁর ছেলেকে ছেড়ে দেন। এভাবে বিভিন্ন স্থানে গিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলে জানান ওই নারী।
এ ঘটনায় ভুক্তভোগী শুক্রবার রাতে রবিউল ইসলামকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পুলিশ পরিদর্শক তদন্ত মনোজিৎ কুমার নন্দী রাতেই মামলায় আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পর্নোগ্রাফি আইনে মামলায় আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’
মেহেরপুরের গাংনী উপজেলায় ১৫ দিনের স্ত্রীর করা পর্নোগ্রাফি মামলায় মো. রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রফিকুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার মদনা বেলতলা পাড়ার মৃত ফজের আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মামলার আসামি রবিউল ইসলাম বিভিন্ন সময় তাঁকে প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসতেন। এতে মামলার বাদী রাজি না হওয়ায় আসামি তাঁকে বিভিন্নভাবে সম্মানহানির ভয় দেখিয়ে মোবাইল ফোনে কথা বলতে বাধ্য করেন। একপর্যায়ে সংসার ছেড়ে রবিউল ইসলামকে বিয়ে করেন। সংসারের ১৫ দিন অতিবাহিত হওয়ার পর জানতে পারেন রবিউল ইসলামের আরও এক স্ত্রী রয়েছে। তাই তিনি রবিউল ইসলামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আবার পূর্বের স্বামীর কাছে চলে আসেন।
এই ঘটনার পর থেকে আসামি রবিউল ইসলাম আবার বেপরোয়া হয়ে ওঠেন। রবিউল ইসলাম তাঁর ১৫ দিনের সংসার জীবনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন। সেই ভিডিও তাঁর কাছে পাঠিয়ে সংসার নষ্ট করার হুমকি দেন এবং আবারও শারীরিক সম্পর্কের দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর ১১ বছর বয়সী শিশুকে মোটরসাইকেলে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তুলে নিয়ে যান। পরে প্রস্তাবে রাজি হলে রবিউল ইসলাম তাঁর ছেলেকে ছেড়ে দেন। এভাবে বিভিন্ন স্থানে গিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলে জানান ওই নারী।
এ ঘটনায় ভুক্তভোগী শুক্রবার রাতে রবিউল ইসলামকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পুলিশ পরিদর্শক তদন্ত মনোজিৎ কুমার নন্দী রাতেই মামলায় আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পর্নোগ্রাফি আইনে মামলায় আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটের পান্তুমাই, প্রতাপপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিলসহ বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।
২৪ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম সমন্বয়ক সোহেল রানার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন আন্দোলনের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা ৩টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, রাজশাহী ব্যানারে এ কর্মসূচি হয়।
২৮ মিনিট আগেগ্রামের রাস্তায় দোতলা বাস নিয়ে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে গিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবের স্বজনেরা। এই দুর্ঘটনার জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই গাফিলতি দেখছেন।
১ ঘণ্টা আগেবিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা–কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ ঘণ্টা আগে