Ajker Patrika

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবলু গ্রেপ্তার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১৭: ৪৯
গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবলু গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবলুকে (৫৫) গ্রেপ্তার করেছে গাংনী থানা-পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের একটি চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসাদুজ্জামান বাবলু গাংনী পৌরসভার চৌগাছা ৪ নম্বর ওয়ার্ডের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও পুলিশ সদস্য মো. আবুল কাশেমের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত