পদ্মা নদীতে ভাসমান মরদেহের পরিচয় মিলেছে

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
প্রকাশ : ১২ আগস্ট ২০২২, ১৯: ১৭

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মুখ ও পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। অজ্ঞাত সেই মরদেহের পরিচয় মিলেছে। তাঁর নাম মিনারুল। তিনি পেশায় পিকআপ গাড়ি চালক। 

জানা গেছে, তিনি যশোর সদর উপজেলার নীলগঞ্জ তাঁতীপাড়ার আইয়ুব আলীর ছেলে। তিনি গত বুধবার পিকআপ গাড়িসহ নিখোঁজ হন। 

গতকাল বৃহস্পতিবার রাতে উদ্ধারকৃত মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা মর্গে এসে মরদেহ শনাক্ত করে পরিচয় নিশ্চিত করে। 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘গত বৃহস্পতিবার সকাল ১১টায় পদ্মা নদী থেকে উদ্ধারকৃত মৃত ব্যক্তির নাম মিনারুল, তাঁর বাড়ি যশোর। তিনি পেশায় পিকআপ গাড়ি চালক। নিজের গাড়ি নিজেই চালাতেন। গত বুধবার তিনি নিখোঁজ হন। ওই দিন দুপুরে ঝিনাইদহতে অবস্থানকালে পরিবারের সঙ্গে শেষ যোগাযোগ হয়। এরপর থেকে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।’ 

মজিবুর রহমান বলেন, ‘মরদেহ হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

প্রসঙ্গত, স্থানীয় বাসিন্দারা সকালে পদ্মা নদীতে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। নৌ পুলিশ ও ভেড়ামারা থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। তাঁর গলায় গামছা প্যাঁচানো ছিল। দুই পা ও মুখে টেপ দিয়ে বাঁধা ছিল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত