ঝিনাইদহ প্রতিনিধি।
ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে গত ১৬ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২২৫ জনের নামে মামলা করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রত্মা খাতুন। ছাত্রলীগ ছাড়াও এ মামলার আসামি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জন।
মামলা সূত্রে জানা গেছে, ১৬ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। আন্দোলনকারীরা ওয়াজির আলী স্কুল মাঠে অবস্থান করার সময় ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামিরা অতর্কিত হামলা করে।
এ সময় তাঁদের হাতে থাকা হকিস্টিক, রামদা, হাসুয়া, রড, হাতুড়ি, ককটেলসহ এলোপাতাড়ি আক্রমণ করে পেটাতে থাকে এবং হাতে থাকা পিস্তল দেখিয়ে হত্যার ভয় দেখান।
সমন্বয়ক রত্মা খাতুন বলেন, আন্দোলনের সময় ছাত্রলীগের নেতৃত্বে আমাদের ওপর যে হামলা হয়েছিল সেটা প্রথম পর্যায়ে ক্ষমা করে দিয়েছিলাম। ভেবেছিলাম তারা শুধরে যাবে কিন্তু পরবর্তীতে দেখি তারা আমাদের শিক্ষার্থীদের এখনো পর্যন্ত নানাভাবে হুমকি দিয়ে আসছে। এমনকি ফেসবুকে কেউ কোনো স্ট্যাটাস দিলে নানাভাবে গালিগালাজ করছে। পরে দেখলাম এদের ক্ষমা করে লাভ নেই এ জন্য একটু সময় নিয়ে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তাদের নামে মামলা করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলাটি বর্তমানে তদন্ত অবস্থায় আছে। হামলাসহ বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা নেব।
ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে গত ১৬ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২২৫ জনের নামে মামলা করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রত্মা খাতুন। ছাত্রলীগ ছাড়াও এ মামলার আসামি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জন।
মামলা সূত্রে জানা গেছে, ১৬ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। আন্দোলনকারীরা ওয়াজির আলী স্কুল মাঠে অবস্থান করার সময় ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামিরা অতর্কিত হামলা করে।
এ সময় তাঁদের হাতে থাকা হকিস্টিক, রামদা, হাসুয়া, রড, হাতুড়ি, ককটেলসহ এলোপাতাড়ি আক্রমণ করে পেটাতে থাকে এবং হাতে থাকা পিস্তল দেখিয়ে হত্যার ভয় দেখান।
সমন্বয়ক রত্মা খাতুন বলেন, আন্দোলনের সময় ছাত্রলীগের নেতৃত্বে আমাদের ওপর যে হামলা হয়েছিল সেটা প্রথম পর্যায়ে ক্ষমা করে দিয়েছিলাম। ভেবেছিলাম তারা শুধরে যাবে কিন্তু পরবর্তীতে দেখি তারা আমাদের শিক্ষার্থীদের এখনো পর্যন্ত নানাভাবে হুমকি দিয়ে আসছে। এমনকি ফেসবুকে কেউ কোনো স্ট্যাটাস দিলে নানাভাবে গালিগালাজ করছে। পরে দেখলাম এদের ক্ষমা করে লাভ নেই এ জন্য একটু সময় নিয়ে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তাদের নামে মামলা করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলাটি বর্তমানে তদন্ত অবস্থায় আছে। হামলাসহ বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা নেব।
রাজধানীর উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নং সড়কের ৩৫ নম্বর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ
৬ ঘণ্টা আগেসেনাবাহিনীর মেজরের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ানো গুলশানের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল রানাকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সংযুক্ত করা হয়েছে
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় দুই ভাইয়ের পর বোন তাসলিমা আক্তারও (৯) মারা গেছে। চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়
৭ ঘণ্টা আগেরাজধানীর রামপুরায় চাঁদা আদায়ের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে এক লেগুনা চালককে হত্যা করা হয়েছে। তাঁর নাম হাসান হাওলাদার (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আরেক লেগুনা চালক নুরে আলম (২৩)
৭ ঘণ্টা আগে