কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে জমি নিয়ে বিরোধের জেরে আজমুল হুসাইন (৩২) নামের এক কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল রোববার দুপুরে উপজেলার মূলগ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা। এ নিয়ে আজ সোমবার আজমুলের বাবা ফারুক হোসেন সানা স্থানীয় ৩ ব্যক্তির নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ফারুক হোসেন সানার সঙ্গে একই গ্রামের আলী গাজীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল রোববার দুপুরে যে জমি নিয়ে বিরোধ সেই জমিতে গেলে, তাঁর বড় ছেলে আজমুল হুসাইনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন আলী গাজী ও তাঁর দুই ছেলে মাহাবুর রহমান, হাবিবুর রহমান। গালিগালাজের কারণ জানতে চাইলে তাঁরা আজমুল হুসাইনকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে সঙ্গে থাকা ধারালো দা দিয়ে মাথায় কোপ দিয়ে আজমুলকে জখম করেন তাঁরা। এ সময় তাঁদের ঠেকাতে গেলে আজমুলের ছোট ভাই মো. রাসেলকেও (২৬) মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎস দিয়ে উন্নত চিকিৎসার জন্য আজমুলকে যশোরে পাঠিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে কেশবপুর থানার উপপরিদর্শক লিখন কুমার সরকার বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
যশোরের কেশবপুরে জমি নিয়ে বিরোধের জেরে আজমুল হুসাইন (৩২) নামের এক কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল রোববার দুপুরে উপজেলার মূলগ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা। এ নিয়ে আজ সোমবার আজমুলের বাবা ফারুক হোসেন সানা স্থানীয় ৩ ব্যক্তির নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ফারুক হোসেন সানার সঙ্গে একই গ্রামের আলী গাজীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল রোববার দুপুরে যে জমি নিয়ে বিরোধ সেই জমিতে গেলে, তাঁর বড় ছেলে আজমুল হুসাইনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন আলী গাজী ও তাঁর দুই ছেলে মাহাবুর রহমান, হাবিবুর রহমান। গালিগালাজের কারণ জানতে চাইলে তাঁরা আজমুল হুসাইনকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে সঙ্গে থাকা ধারালো দা দিয়ে মাথায় কোপ দিয়ে আজমুলকে জখম করেন তাঁরা। এ সময় তাঁদের ঠেকাতে গেলে আজমুলের ছোট ভাই মো. রাসেলকেও (২৬) মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎস দিয়ে উন্নত চিকিৎসার জন্য আজমুলকে যশোরে পাঠিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে কেশবপুর থানার উপপরিদর্শক লিখন কুমার সরকার বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন উপজেলার ছোট খোঁচাবাড়ি গ্রামের সাঁওতাল পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ইউএনও কার্যালয়ে অবস্থান নেন তাঁরা।
১২ মিনিট আগেঅন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগের আদেশ প্রত্যাহার ও নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের
১৫ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে সাদাপোশাকে সড়কে অভিযান চালানো পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ছিনতাইকারী সন্দেহে আটকে রাখেন স্থানীয় লোকজন। দুই ঘণ্টা পর পুলিশ গিয়ে ফিরোজ রানা নামের ওই এএসআইকে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনার পর তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
১৮ মিনিট আগে