Ajker Patrika

জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে জখমের অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
জমি নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে জখমের অভিযোগ

যশোরের কেশবপুরে জমি নিয়ে বিরোধের জেরে আজমুল হুসাইন (৩২) নামের এক কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল রোববার দুপুরে উপজেলার মূলগ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা। এ নিয়ে আজ সোমবার আজমুলের বাবা ফারুক হোসেন সানা স্থানীয় ৩ ব্যক্তির নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফারুক হোসেন সানার সঙ্গে একই গ্রামের আলী গাজীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল রোববার দুপুরে যে জমি নিয়ে বিরোধ সেই জমিতে গেলে, তাঁর বড় ছেলে আজমুল হুসাইনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন আলী গাজী ও তাঁর দুই ছেলে মাহাবুর রহমান, হাবিবুর রহমান। গালিগালাজের কারণ জানতে চাইলে তাঁরা আজমুল হুসাইনকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে সঙ্গে থাকা ধারালো দা দিয়ে মাথায় কোপ দিয়ে আজমুলকে জখম করেন তাঁরা। এ সময় তাঁদের ঠেকাতে গেলে আজমুলের ছোট ভাই মো. রাসেলকেও (২৬) মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎস দিয়ে উন্নত চিকিৎসার জন্য আজমুলকে যশোরে পাঠিয়েছেন। 

এ ব্যাপারে জানতে চাইলে কেশবপুর থানার উপপরিদর্শক লিখন কুমার সরকার বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত