মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে জেনারেল হাসপাতালের পাশেই করোনার নমুনা পরীক্ষার বুথ। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের লম্বা লাইন বুথের প্রাচীর পর্যন্ত গিয়ে ঠেকে। এতে করোনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। চিকিৎসা নিতে এসে লাইনে দাঁড়ানো রোগীদের বেশিরভাগেরই মুখে মাস্ক নেই। স্বাস্থ্যবিধি মেনে না চলায় ঝুঁকি আরও বাড়ছে।
মাস্ক না পরার বিষয়ে জানতে চাইলে রোগীরা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। মাস্ক পরেননি কেন এমন প্রশ্নের জবাবে লাইনে দাঁড়ানো এক রোগী বলেন, ‘মাস্ক নিয়ে এসেছি কিন্তু পরা হয়নি। কারণ মাস্ক পরলেই শ্বাস নিতে কষ্ট হয়। তাই মাস্ক পরিনি।’
মেহেরপুর জেনারেল হাসপাতালের আর. এম. ও বলেন, ‘নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। অথচ সেগুলোও আমরা মানছি না। আমরা চেষ্টা করছি তাদের বোঝানোর। কিন্তু আমরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আগের মতো অবস্থা। আসলে কেউই নিয়ম মানতে চান না। সরকারি বিধিমোতাবেক প্রত্যেক মানুষের মাস্ক পরা বাধ্যতামূলক। অথচ মানুষ তা মানছে না। ফলে হাসপাতাল, বাজার, চায়ের দোকান থেকেই ছড়াচ্ছে করোনা।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘মানুষের মাঝে এমন একটা অবস্থা যে তাদের মাঝে করোনার কোন ভিত্তিই নেই। ফলে বেশির ভাগ মানুষই মাস্ক পরছেন না। এমনকি হাসপাতালে চিকিৎসা নিতে এসেও তারা মাস্ক পরছেন না। নিয়ম মানাতে শুধু চিকিৎসক নয়, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠন সকলকে এগিয়ে আসতে হবে। তাহলেই জনগণকে সচেতন করা সম্ভব হবে। চিকিৎসা নিতে আসা রোগীদের সচেতন করতে আমরা হাসপাতালের স্টাফদের সঙ্গে নিয়েও চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাঁদের মাস্ক পরতে উদ্বুদ্ধ করছি। কিন্তু এরপরেও কিছুইতেই বুঝানো যাচ্ছে না।’
উল্লেখ্য, স্বাস্থ্য বিভাগের তথ্যমতে জেলায় এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৭৯ জন। আজ সোমবার সুস্থ হয়েছেন চারজন। তারা সকলেই সদর উপজেলার। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ জন। মেহেরপুর জেনারেল হাসপাতালে ৪৯টি নমুনা পরীক্ষা থেকে ২৪ জন করোনা শনাক্ত হয়েছেন, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি নমুনা পরীক্ষা থেকে শনাক্ত হয়েছে দুজন ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি নমুনা থেকে শনাক্ত হয়েছেন পাঁচজনই।
মেহেরপুরে জেনারেল হাসপাতালের পাশেই করোনার নমুনা পরীক্ষার বুথ। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের লম্বা লাইন বুথের প্রাচীর পর্যন্ত গিয়ে ঠেকে। এতে করোনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। চিকিৎসা নিতে এসে লাইনে দাঁড়ানো রোগীদের বেশিরভাগেরই মুখে মাস্ক নেই। স্বাস্থ্যবিধি মেনে না চলায় ঝুঁকি আরও বাড়ছে।
মাস্ক না পরার বিষয়ে জানতে চাইলে রোগীরা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। মাস্ক পরেননি কেন এমন প্রশ্নের জবাবে লাইনে দাঁড়ানো এক রোগী বলেন, ‘মাস্ক নিয়ে এসেছি কিন্তু পরা হয়নি। কারণ মাস্ক পরলেই শ্বাস নিতে কষ্ট হয়। তাই মাস্ক পরিনি।’
মেহেরপুর জেনারেল হাসপাতালের আর. এম. ও বলেন, ‘নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। অথচ সেগুলোও আমরা মানছি না। আমরা চেষ্টা করছি তাদের বোঝানোর। কিন্তু আমরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আগের মতো অবস্থা। আসলে কেউই নিয়ম মানতে চান না। সরকারি বিধিমোতাবেক প্রত্যেক মানুষের মাস্ক পরা বাধ্যতামূলক। অথচ মানুষ তা মানছে না। ফলে হাসপাতাল, বাজার, চায়ের দোকান থেকেই ছড়াচ্ছে করোনা।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘মানুষের মাঝে এমন একটা অবস্থা যে তাদের মাঝে করোনার কোন ভিত্তিই নেই। ফলে বেশির ভাগ মানুষই মাস্ক পরছেন না। এমনকি হাসপাতালে চিকিৎসা নিতে এসেও তারা মাস্ক পরছেন না। নিয়ম মানাতে শুধু চিকিৎসক নয়, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠন সকলকে এগিয়ে আসতে হবে। তাহলেই জনগণকে সচেতন করা সম্ভব হবে। চিকিৎসা নিতে আসা রোগীদের সচেতন করতে আমরা হাসপাতালের স্টাফদের সঙ্গে নিয়েও চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাঁদের মাস্ক পরতে উদ্বুদ্ধ করছি। কিন্তু এরপরেও কিছুইতেই বুঝানো যাচ্ছে না।’
উল্লেখ্য, স্বাস্থ্য বিভাগের তথ্যমতে জেলায় এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৭৯ জন। আজ সোমবার সুস্থ হয়েছেন চারজন। তারা সকলেই সদর উপজেলার। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ জন। মেহেরপুর জেনারেল হাসপাতালে ৪৯টি নমুনা পরীক্ষা থেকে ২৪ জন করোনা শনাক্ত হয়েছেন, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি নমুনা পরীক্ষা থেকে শনাক্ত হয়েছে দুজন ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি নমুনা থেকে শনাক্ত হয়েছেন পাঁচজনই।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে