Ajker Patrika

এক বছর ধরে ভেঙে পড়ে আছে সেতু, দুর্ভোগে স্থানীয়রা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১১: ৫৯
এক বছর ধরে ভেঙে পড়ে আছে সেতু, দুর্ভোগে স্থানীয়রা

নড়াইলের কালিয়া উপজেলার মাওলী ইউনিয়নের চর-কাঠাদুরা গ্রামের লাকি রোডের মাওলী খালের ওপর সেতুটি পরিণত হয়েছে মরণফাঁদে। প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে শত শত মানুষসহ অসংখ্য যানবাহন চলাচল করে। স্থানীয়দের অভিযোগ, সেতুটি দীর্ঘ এক বছর ধরে ভেঙে পড়ে আছে। এতে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে তারা এই সেতু পার হচ্ছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুটি মাওলী ইউনিয়নের ১৫-১৬ হাজার লোকের চলাচলের একমাত্র ভরসা। কিন্তু দীর্ঘ এক বছর ধরে ভেঙে পড়ে আছে সেতুটি। সংস্কার না করায় ভোগান্তি পোহাচ্ছে তারা। পাাঁচ-ছয় মাস আগে সেতুর ওপর দিয়ে নসিমন নিয়ে যাওয়ার সময় নসিমনচালক ইকবাল দুর্ঘটনায় মারা যান। তা ছাড়া প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। 
 
ওই সড়কে চলাচল করা কয়েকজন ভ্যানচালক বলেন, এই সেতু ইউনিয়ন পরিষদ, নড়াগাতী থানা, বড়দিয়া বাজার ও মহাজন বাজারে যাওয়ার রাস্তার সঙ্গে সংযোগ তৈরি করেছে। বর্তমানে সেতুর যে অবস্থা, তাতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি ঘটতে পারে। 

গত বছর এই সেতুর প্রকল্পের প্রস্তাবনা দিলেও অনুমোদন না হওয়ায় কাজ করতে পারেননি বলে জানান কালিয়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রকৌশলী প্রণব কান্তী বল। এ বছর আবারও প্রকল্পের প্রস্তাব পাঠাবেন বলে জানান এই কর্মকর্তা। 

তবে বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন নড়াইলের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সুজায়েত হোসেন। তিনি বলেন, ‘বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। আপনাদের মাধ্যমে জানলাম, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত