Ajker Patrika

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ১৮১ 

প্রতিনিধি, কুষ্টিয়া
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ১৮১ 

কুষ্টিয়ায় আগের তুলনায় করোনায় শনাক্তের সংখ্যা কমলেও কমছে না মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪ জন করোনা শনাক্ত ছিলেন। আর ৪ জনের করোনার উপসর্গ ছিল। 

গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে এদের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় আরও ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার গতদিনের চেয়ে বেড়ে ৩৪ শতাংশ হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন ২০৮ জন করোনা রোগী। 

তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালের ২০০ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে এখন ভর্তি আছে ২৪৩ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১৯১ জন। বাকিরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। 
 
গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে এবং ১২ শ’ ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত ৫৫৩ জনের মৃত্যু হলো। আজ সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত