Ajker Patrika

কুষ্টিয়ায় স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার 

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ২০: ৫৯
কুষ্টিয়ায় স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার 

কুষ্টিয়া শহরে পারিবারিক কলহের জেরে স্ত্রী শিউলী খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মন্টু আলীর বিরুদ্ধে। এ ঘটনায় মন্টুকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের হরিশংকরপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত শিউলী খাতুন (৩০) কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার মকছেদ শাহ লেনের মন্টু আলীর স্ত্রী। হত্যার ঘটনায় দায়ী স্বামী মন্টু আলী একই এলাকার বজলু রহমানের ছেলে। তাঁদের পরিবারে দুটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া চলে আসছিল। আজ দুপুর ১২টার দিকে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও তুমুল ঝগড়া চলছিল। একপর্যায়ে স্ত্রীকে ঘরের মধ্যে বঁটি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করেন। 

খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে এবং শিউলী খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিউলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক মিন্টুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী ও শিউলীর স্বজনেরা। 

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত