শ্রেণিকক্ষে ঢুকে যশোরের মনিরামপুরে শিক্ষিকাকে মারধরের ঘটনায় যুবলীগ নেতা মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ শুক্রবার তাঁকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে হাজির করলে বিচারক মো. গোলাম কিবরিয়া এ আদেশ দেন।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় আত্মসমর্পণ করে ভুল স্বীকার করেন মিজানুর রহমান। পরে তাঁকে হেফাজতে নেয় পুলিশ। তিনি মনিরামপুর শহরের দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি।
মনিরামপুর থানা-পুলিশের দায়িত্বপ্রাপ্ত সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিজানুর রহমানকে আদালতে হাজির করার পর তাঁর আইনজীবী জামিন আবেদন করেন। আদালত আগামী রোববার জামিন শুনানির তারিখ নির্ধারণ করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার (২২ আগস্ট) দুর্গাপুর সরকারি প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র রাকিবুল ইসলামকে দুষ্টামি করায় শিক্ষিকা ছালিমা আক্তার শাসন করেন। এরপর রাকিবুল বাড়িতে গিয়ে কান্নাকাটি করে। পরে স্কুলে এসে ওই শিক্ষিকাকে মারধর করেন তার বাবা যুবলীগ নেতা মিজানুর রহমান। একপর্যায়ে শিক্ষিকার চুল ধরে টেনেহিঁচড়ে মাঠে নিয়ে যান মিজানুর। তখন অন্য শিক্ষকেরা এসে মিজানকে থামান।
শিক্ষিকা ছালিমা আক্তার বলেন, ‘রাকিবুলের বাড়ি বিদ্যালয়ের পাশে। শাসন করার ঘটনা সে বাড়িতে গিয়ে নালিশ করে। তখন তার বাবা-মাসহ বাড়ির লোকজন স্কুলে ছুটে আসে। এ সময় আমি একটি কক্ষে পাঠদান করছিলাম। মিজান এসে শিক্ষার্থীদের সামনে আমাকে কিল ঘুষি মারতে থাকে। পরে চুল ধরে টেনে মাঠে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘মিজানের হাত থেকে ছাড়া পেয়ে আমি মনিরামপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছি। পরে এসে থানায় মামলা দিয়েছি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব আলী বলেন, ‘স্কুলের বেসিন ধরায় রাকিবুলকে ‘বাপ’ তুলে কথা বলেন শিক্ষিকা ছালিমা আক্তার। এরপর রাকিবুল বাড়ি গিয়ে বিষয়টি জানালে তার বাবা এসে শিক্ষিকাকে মারধর করেন। শিক্ষিকা ও মিজানুরের বাড়ি পাশাপাশি।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, শিক্ষিকাকে মারধরের ঘটনার মামলায় মিজানুর রহমানকে বৃহস্পতিবার আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হয়েছে।
শ্রেণিকক্ষে ঢুকে যশোরের মনিরামপুরে শিক্ষিকাকে মারধরের ঘটনায় যুবলীগ নেতা মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ শুক্রবার তাঁকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে হাজির করলে বিচারক মো. গোলাম কিবরিয়া এ আদেশ দেন।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় আত্মসমর্পণ করে ভুল স্বীকার করেন মিজানুর রহমান। পরে তাঁকে হেফাজতে নেয় পুলিশ। তিনি মনিরামপুর শহরের দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি।
মনিরামপুর থানা-পুলিশের দায়িত্বপ্রাপ্ত সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) তৌহিদুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিজানুর রহমানকে আদালতে হাজির করার পর তাঁর আইনজীবী জামিন আবেদন করেন। আদালত আগামী রোববার জামিন শুনানির তারিখ নির্ধারণ করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার (২২ আগস্ট) দুর্গাপুর সরকারি প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র রাকিবুল ইসলামকে দুষ্টামি করায় শিক্ষিকা ছালিমা আক্তার শাসন করেন। এরপর রাকিবুল বাড়িতে গিয়ে কান্নাকাটি করে। পরে স্কুলে এসে ওই শিক্ষিকাকে মারধর করেন তার বাবা যুবলীগ নেতা মিজানুর রহমান। একপর্যায়ে শিক্ষিকার চুল ধরে টেনেহিঁচড়ে মাঠে নিয়ে যান মিজানুর। তখন অন্য শিক্ষকেরা এসে মিজানকে থামান।
শিক্ষিকা ছালিমা আক্তার বলেন, ‘রাকিবুলের বাড়ি বিদ্যালয়ের পাশে। শাসন করার ঘটনা সে বাড়িতে গিয়ে নালিশ করে। তখন তার বাবা-মাসহ বাড়ির লোকজন স্কুলে ছুটে আসে। এ সময় আমি একটি কক্ষে পাঠদান করছিলাম। মিজান এসে শিক্ষার্থীদের সামনে আমাকে কিল ঘুষি মারতে থাকে। পরে চুল ধরে টেনে মাঠে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘মিজানের হাত থেকে ছাড়া পেয়ে আমি মনিরামপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছি। পরে এসে থানায় মামলা দিয়েছি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব আলী বলেন, ‘স্কুলের বেসিন ধরায় রাকিবুলকে ‘বাপ’ তুলে কথা বলেন শিক্ষিকা ছালিমা আক্তার। এরপর রাকিবুল বাড়ি গিয়ে বিষয়টি জানালে তার বাবা এসে শিক্ষিকাকে মারধর করেন। শিক্ষিকা ও মিজানুরের বাড়ি পাশাপাশি।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, শিক্ষিকাকে মারধরের ঘটনার মামলায় মিজানুর রহমানকে বৃহস্পতিবার আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হয়েছে।
সুনামগঞ্জের যাদুকাটা নদীর তীর কেটে বালু লুটের অভিযোগে ৮১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে ৫১ জনের নামোল্লেখ ও ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গতকাল মঙ্গলবার তাহিরপুর থানায় যাদুকাটা নদী-১-এর ইজারাদার মো. নাছির মিয়ার পক্ষে মোশারফ হোসেন নামের এক ব্যক্তি মামলাটি করেন। এজাহারে ইজারার বাইরের স্থান থেকে
১০ মিনিট আগেরাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর (বিশেষ দায়রা জজ) বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।
২৪ মিনিট আগেবিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা সকাল সাড়ে ৭টায় জগন্নাথ হল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
২৭ মিনিট আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, নির্বাচনী ট্রেনে দেশবাসী, নির্বাচন বিলম্বের চেষ্টা কোনোভাবেই সফল হবে না। বিএনপির আস্থা এ দেশের জনগণ। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে এ দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে।
১ ঘণ্টা আগে