ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘অফিস সহকারী কাম-কম্পিউটার টাইপিস্ট’ পদে নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিবার্য কারণ দেখিয়ে সকল টাইপ টেস্ট পরীক্ষা স্থগিত করেছে।
আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ আলী বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ‘অফিস সহকারী কাম-কম্পিউটার টাইপিস্ট’ পদে পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার আগেই ফটকে তালা মেরে দেয় একদল শিক্ষার্থী। সকাল থেকেই চাকরি প্রত্যাশীরা ওখানে উপস্থিতি ছিলেন। পরীক্ষার্থীরা বিল্ডিংয়ের ভেতরে ঢুকতে চাইলে বাধা দেন তাঁরা। পরে ঘটনাস্থলে যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একপর্যায়ে বাধার মুখে প্রথমে ওই বিভাগের এবং পরে সব নিয়োগ বোর্ড স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
টাইপ টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে আশা এক ব্যক্তি নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘সকাল থেকেই ভেতরের গেটে উপস্থিত ছিল ছাত্রলীগের কর্মীরা। তাঁদের নজর এড়িয়ে ভবনে ঢুকে পরীক্ষার হলে পৌঁছে দেখি, আগে থেকেই শাখা ছাত্রলীগের কর্মীরা সেখানেও অবস্থান করছে। পরে পরীক্ষায় অংশগ্রহণকারীদের উপস্থিতি বাড়তে থাকলে, ছাত্রলীগের কর্মীরা হট্টগোল শুরু করে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘উপাচার্য স্যার জরুরি কাজে ঢাকায় গিয়েছে, স্যার আসলে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘অফিস সহকারী কাম-কম্পিউটার টাইপিস্ট’ পদে নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিবার্য কারণ দেখিয়ে সকল টাইপ টেস্ট পরীক্ষা স্থগিত করেছে।
আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ আলী বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ‘অফিস সহকারী কাম-কম্পিউটার টাইপিস্ট’ পদে পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার আগেই ফটকে তালা মেরে দেয় একদল শিক্ষার্থী। সকাল থেকেই চাকরি প্রত্যাশীরা ওখানে উপস্থিতি ছিলেন। পরীক্ষার্থীরা বিল্ডিংয়ের ভেতরে ঢুকতে চাইলে বাধা দেন তাঁরা। পরে ঘটনাস্থলে যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একপর্যায়ে বাধার মুখে প্রথমে ওই বিভাগের এবং পরে সব নিয়োগ বোর্ড স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
টাইপ টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে আশা এক ব্যক্তি নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘সকাল থেকেই ভেতরের গেটে উপস্থিত ছিল ছাত্রলীগের কর্মীরা। তাঁদের নজর এড়িয়ে ভবনে ঢুকে পরীক্ষার হলে পৌঁছে দেখি, আগে থেকেই শাখা ছাত্রলীগের কর্মীরা সেখানেও অবস্থান করছে। পরে পরীক্ষায় অংশগ্রহণকারীদের উপস্থিতি বাড়তে থাকলে, ছাত্রলীগের কর্মীরা হট্টগোল শুরু করে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘উপাচার্য স্যার জরুরি কাজে ঢাকায় গিয়েছে, স্যার আসলে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
১ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
২ ঘণ্টা আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
২ ঘণ্টা আগে