কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় তেঁতুলগাছ থেকে মাটিতে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ইকরাম (১৬) মধুপুর কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র। সে কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. আইজুদ্দিনের ছেলে। সে দুই ভাই-বোনের মধ্যে ছোট। তার বাবা একজন ভ্যানচালক।
খোকসা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হিজলাবটের লাল তেঁতুলগাছ থেকে পড়ে ওই স্কুলছাত্র গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) ভোরে ঢামেকে মারা যায় সে।’
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার ইকরাম হিজলাবটে নানাবাড়িতে গিয়েছিল। ওই দিন বিকেলে তেঁতুলগাছে উঠে মাটিতে পড়ে যায়। এতে তার মাথা ও কানের পর্দা ফেটে প্রচুর রক্তপাত হয়। তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাতেই উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও তার শারীরিক অবস্থান কোনো উন্নতি না হওয়ায় গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোর সাড়ে ৪টায় তার মৃত্যু হয় বলে জানা যায়।
নিহত ছাত্রের চাচাতো ভাই হেলাল উদ্দিন বলেন, ‘নানাবাড়িতে বেড়াতে গিয়ে লাল তেঁতুলগাছে উঠে তেঁতুল পাড়তে গিয়েছিল ইকরাম। ওই সময় বিদ্যুতের শক খেয়ে গাছ থেকে নিচে পড়ে গিয়ে মাথা ও কানের পর্দা ফেটে প্রচুর রক্তপাত হচ্ছিল। চিকিৎসার জন্য প্রথমে খোকসা, তারপর যথাক্রমে কুষ্টিয়া, রাজশাহী ও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল। পরে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়য়ই মারা যায় ইকরাম।’
কুষ্টিয়ার খোকসায় তেঁতুলগাছ থেকে মাটিতে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ইকরাম (১৬) মধুপুর কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র। সে কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের রসুলপুর গ্রামের মো. আইজুদ্দিনের ছেলে। সে দুই ভাই-বোনের মধ্যে ছোট। তার বাবা একজন ভ্যানচালক।
খোকসা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হিজলাবটের লাল তেঁতুলগাছ থেকে পড়ে ওই স্কুলছাত্র গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) ভোরে ঢামেকে মারা যায় সে।’
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার ইকরাম হিজলাবটে নানাবাড়িতে গিয়েছিল। ওই দিন বিকেলে তেঁতুলগাছে উঠে মাটিতে পড়ে যায়। এতে তার মাথা ও কানের পর্দা ফেটে প্রচুর রক্তপাত হয়। তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাতেই উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও তার শারীরিক অবস্থান কোনো উন্নতি না হওয়ায় গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোর সাড়ে ৪টায় তার মৃত্যু হয় বলে জানা যায়।
নিহত ছাত্রের চাচাতো ভাই হেলাল উদ্দিন বলেন, ‘নানাবাড়িতে বেড়াতে গিয়ে লাল তেঁতুলগাছে উঠে তেঁতুল পাড়তে গিয়েছিল ইকরাম। ওই সময় বিদ্যুতের শক খেয়ে গাছ থেকে নিচে পড়ে গিয়ে মাথা ও কানের পর্দা ফেটে প্রচুর রক্তপাত হচ্ছিল। চিকিৎসার জন্য প্রথমে খোকসা, তারপর যথাক্রমে কুষ্টিয়া, রাজশাহী ও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল। পরে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়য়ই মারা যায় ইকরাম।’
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে উৎসবটি হয়।
৭ মিনিট আগে৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৮ মিনিট আগেজামালপুরের চরাঞ্চলে শীতকালীন সবজির বাগানে বিপর্যয় দেখা দিয়েছে। এই মৌসুমে একদিকে অতিরিক্ত বৃষ্টি, অন্যদিকে খরার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সবজি গাছ মরে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, এই সময়ে কৃষি বিভাগের কোনো সহায়তা পাননি তাঁরা।
১১ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানা-পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে...
১২ মিনিট আগে