Ajker Patrika

লোহাগড়ায় সালেহা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১১: ৪৬
লোহাগড়ায় সালেহা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

নড়াইলের লোহাগড়া উপজেলায় শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে সালেহা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৩০ জন মেধাবী শিশু শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ইতনা ইউনিয়নের লংকারচর গ্রামে বায়তুল মামুর জামে মসজিদ চত্বরে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্বে করেন প্রতিষ্ঠানের সভাপতি সালেহা খানম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ সিহানুক রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে সালেহা ফাউন্ডেশনের পরিচালক ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. শফিক আহমেদ খান, বীর মুক্তিযোদ্ধা মো. কবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মৃধা, লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হাসান শিমুল, সাংবাদিক নয়ন শেখ, মো. মনির খান, শিক্ষক মো. আবুল বাশার, শিক্ষক মো. লুৎফর রহমান, শিক্ষক কাজী আল হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

সালেহা ফাউন্ডেশনের পরিচালক ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. শফিক আহমেদ খান বলেন, ‘১২টি সরকারি প্রাথমিক বিদালয় ও একটি মাদ্রাসার ১৩০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে মোট ১ লাখ ৩০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।’ 

সালেহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট দৌলত আহমেদ খান। ২০২০ সালে লংকারচর গ্রামে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে তিনি প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তাঁর মৃত্যুর পর স্ত্রী সালেহা খানমের নেতৃত্বে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত