Ajker Patrika

এস এম সুলতানের চিত্রকর্ম বিশ্বে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
এস এম সুলতানের চিত্রকর্ম বিশ্বে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার

নড়াইলে চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৪ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শেষ হয়েছে। আজ শুক্রবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে মেলার সমাপনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ‘চিত্রশিল্পী এসএম সুলতান ছিলেন বাংলার গৌরব, বাংলার অহংকার। তাঁর (সুলতানের) কৃতিত্ব শুধু নড়াইলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করে তুলেছিলেন তিনি। এ মহান শিল্পীর আঁকা ছবি বিস্ময়কর। চিরদিন স্মরণ রাখার মতো। সুলতানের চিত্রকর্ম সারা বিশ্বে ছড়িয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।’

জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী শহীদ কবির তালুকদার, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রবিউল ইসলাম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মাহবুবা করীম, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, নাট্যব্যক্তিত্ব কচি খন্দকার, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু। সমাপনী অনুষ্ঠানে সুলতান স্বর্ণপদকে ভূষিত হন চিত্রশিল্পী শহীদ কবির তালুকদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত