Ajker Patrika

পদ্মা নদী থেকে রাজমিস্ত্রির ভাসমান মরদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১০: ০১
পদ্মা নদী থেকে রাজমিস্ত্রির ভাসমান মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় সাগর হোসেন (২৬) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পাবনা নৌ পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত খেয়াঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পাবনা লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশের উপপরিদর্শক জামাল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

সাগর হোসেন রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মার চরের লোকনাথপুর গ্রামের মৃত সৌকত মণ্ডলের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সাগর গত রোববার সন্ধ্যায় ভাগজোত বাজার থেকে রাজমিস্ত্রির কাজ শেষ করে নৌকায় করে নদী পার হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় নৌকাসহ পানিতে তলিয়ে নিখোঁজ হন তিনি। 

পাবনা লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশের উপপরিদর্শক জামাল মিয়া বলেন, ‘ধারণা করা হচ্ছে, রোববার সন্ধ্যায় কাজ শেষ করে টিনের তৈরি ছোট নৌকায় (ডিঙি) নদী পার হয়ে বাড়ি ফিরছিলেন সাগর। এ সময় নৌকাসহ পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে সোমবার রাতে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত