চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সরকারি খাদ্যগুদামের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুলপালা গ্রামে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চুয়াডাঙ্গা সদর খাদ্যগুদামের খাদ্য পরিদর্শক নজরুল ইসলাম (৫৮)। তিনি মেহেরপুর পৌর এলাকার বাসস্ট্যান্ডপাড়ার ইউনুস আলী শেখের ছেলে। অপরজন সহকারী উপ-খাদ্য পরিদর্শক সাইদুর রহমান (৩৫)। তিনি মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের আনসার আলীর ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
কুলপালা গ্রামের মিথুন আলী নামে দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে জানান, সন্ধ্যায় মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় মাইক্রোবাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন। তিনি বলেন, সদর খাদ্যগুদামের দুই কর্মকর্তা মোটরসাইকেলযোগে মেহেরপুর যাচ্ছিলেন। অপর দিকে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী একটি মাইক্রোবাসের চাকা পাংচার হলে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই দুই কর্মকর্তা মারা যান।
তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সরকারি খাদ্যগুদামের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুলপালা গ্রামে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চুয়াডাঙ্গা সদর খাদ্যগুদামের খাদ্য পরিদর্শক নজরুল ইসলাম (৫৮)। তিনি মেহেরপুর পৌর এলাকার বাসস্ট্যান্ডপাড়ার ইউনুস আলী শেখের ছেলে। অপরজন সহকারী উপ-খাদ্য পরিদর্শক সাইদুর রহমান (৩৫)। তিনি মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের আনসার আলীর ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
কুলপালা গ্রামের মিথুন আলী নামে দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী আজকের পত্রিকাকে জানান, সন্ধ্যায় মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় মাইক্রোবাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন। তিনি বলেন, সদর খাদ্যগুদামের দুই কর্মকর্তা মোটরসাইকেলযোগে মেহেরপুর যাচ্ছিলেন। অপর দিকে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী একটি মাইক্রোবাসের চাকা পাংচার হলে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই দুই কর্মকর্তা মারা যান।
তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
নওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষীসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
৪ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
২৮ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
৩১ মিনিট আগে