Ajker Patrika

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

কেশবপুর (প্রতিনিধি) যশোর
কেশবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ইদ্রিস আলী নামে এক কৃষক নিহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের মধ্যকুল বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কৃষক ইদ্রিস আলী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাস্টার রজব আলীর ছেলে। তিনি ঘেরে মাছ চাষ করাসহ এলাকায় বিভিন্ন কৃষি কাজ করতেন। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে কেশবপুর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে কৃষক ইদ্রিস আলী (৩৮) বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মধ্যকুল বটতলায় মোটরসাইকেল ঘুরিয়ে বাড়ির পথে ঢোকার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ইদ্রিস আলী ঘটনাস্থলে মারা যান। 

তার সঙ্গে থাকা রামচন্দ্রপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে শিমুল হোসেন (১৫) ও অজ্ঞাতনামা অপর মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

কেশবপুর সদর ইউনিয়নের (ইউপি) সদস্য আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘মধ্যকুল বটতলায় সড়ক দুর্ঘটনায় পাশের রামচন্দ্রপুর গ্রামের ইদ্রিস আলী ঘটনাস্থলে মারা গেছেন। আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে এলাকাবাসী হাসপাতালে ভর্তি করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত